পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঋত্বিকের প্রেমেই 'পরিণীতা' শুভশ্রী - শুভশ্রী গাঙ্গুলি

মুক্তি পেল 'পরিণীতা'-র ট্রেলার। ঋত্বিককে চেনা গেলেও একেবারে ছকভাঙা চরিত্রে শুভশ্রী।

পরিণীতা

By

Published : Jul 4, 2019, 10:37 PM IST

Updated : Jul 5, 2019, 1:34 PM IST

কলকাতা : গ্ল্যামারাস নায়িকা নয়, একেবারে ডিগ্ল্যাম সাদাসিধে ছাত্রীর চরিত্রে শুভশ্রী। সে পাড়ায় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে, প্রতিবেশী বাড়ির ছেলেকে বিয়ে করার জন্য় পাগলামি করে, লাফালাফি-দৌড়ঝাঁপ চলতেই থাকে তার সারাদিন। অন্যদিকে ঋত্বিক চুপচাপ, পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসে সে। 'পরিণীতা'-র ট্রেলারে শুভশ্রী আর ঋত্বিকের কেমিস্ট্রি দর্শকের কাছে একটা ভিশুয়াল ট্রিট।

তবে শুরু থেকে গল্পটা পাড়ার আর পাঁচটা প্রেমের মতো মনে হলেও, একটু এগোতেই টুইস্টটা বোঝা গেল। কোনও অজ্ঞাত কারণে আত্মহত্যা করল ঋত্বিক। আর তারপরই বদলে গেল শুভশ্রীর জীবন।

রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। দেখে নিন 'পরিণীতা'-র ট্রেলার..

Last Updated : Jul 5, 2019, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details