কলকাতা : পরমব্রত নাকি ব্যোমকেশ! এমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে কান পাতলে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ব্যোমকেশ বক্সীর "মগ্ন মৈনাক" নিয়েই পরমব্রতর পরবর্তী ছবি। ছবিটি পরমব্রত নিজেই পরিচালনা করতে পারেন বলে শোনা যাচ্ছে। আবার এও শোনা যাচ্ছে, পরিচালনা করতে পারেন সায়ন্তন ঘোষাল।
একাধিক প্রযোজকের কাছে রয়েছে ব্যোমকেশ বক্সীর স্বস্ত। একেকজনের ব্যোমকেশ একেক রূপে এসেছে। এবং আসবেও। আর ব্যোমকেশ মানেই দর্শকের মনে আলাদা আগ্রহ। বক্স অফিসে ভালোই ফলাফল দেয় ব্যোমকেশের ছবি।