পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Parambrata on Kahaani : এক দশক পূর্তি, 'কাহানি'-কে ক্লাট ক্লাসিকের তকমা দিলেন আবেগী পরমব্রত - Kahaani Completes Ten Years

এক দশক পার করল বাঙালি পরিচালক সুজয় ঘোষের রুদ্ধশ্বাস থ্রিলার ছবি 'কাহানি' ৷ ছবি নিয়ে আবেগে ভাসলেন পরমব্রত (Parambrata on Ten Years of Kahaani) ৷

Parambrata on Kahaani
এক দশক পূর্তি, 'কাহানি'-কে ক্লাট ক্লাসিকের তকমা দিলেন আবেগী পরমব্রত

By

Published : Mar 10, 2022, 10:15 AM IST

কলকাতা, 10 মার্চ : গতদশকে বলিপাড়ায় রীতিমত শোরগোল ফেলে দেওয়া ছবিগুলির একটি হল সুজয় ঘোষের 'কাহানি' ৷ কলকাতার পটভূমিতে গড়ে তোলা বাঙালি পরিচালকের এই টানটান থ্রিলারটি মুক্তি পেতে না পেতেই জয় করে নিয়েছিল সিনেপ্রেমীদের মন ৷ বুধবার ছবিটির দশ বছর পূর্তি হল (Kahaani Completes Ten Years ) ৷ 'কাহানি' এমন একটি ছবি, যার চরিত্রগুলি এখনও লোকের মুখে মুখে ফেরে ৷ শাশ্বত চট্টোপাধ্য়ায় অভিনীত বব বিশ্বাস চরিত্রটি নিয়ে তো আলাদা করে সিনেমাও তৈরি হয়েছে ৷

এই ছবিতেই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় ৷ সাত্যকি নামের কলকাতা পুলিশের এক কর্মীর ভূমিকায় অভিনয় করা পরমব্রতই হয়ে ওঠেন প্রধান অভিনেত্রী বিদ্যা বালনের মুখ্য় সহকারী ৷ ছবিতে এছাড়া আলাদা করে সকলের মন জয় করে নিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির মত অভিনেতারাও ৷ এবার 'কাহানি' ছবির এক দশক পূর্তিতে ছবি নিয়ে আবেগে ভাসলেন পরমব্রত ৷

বুধবার নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনি লেখেন, "আমার হিন্দি আউটিংয়ে আমাকে প্রায়শই দেখা গেছে , অবিশ্বাস্য কিছু শক্তিশালী এবং সুন্দর নারী চরিত্রের দক্ষ সহায়ক, গাইড,অ্যাসিস্ট্যান্ট,কমরেড বা ফয়েল হিসাবে । 'পরী' হোক 'বুলবুল', 'আরণ্যক' বা সাম্প্রতিক 'মিথ্যা' এই ধারা এখনও অব্যাহত রয়েছে। তবে এই সব কিছু শুরু হয়েছিল দশ বছর আগে, কাহানি-র ধারা আসার সঙ্গে সঙ্গে, যেখানে সাত্যকি সত্যিই অর্জুনের অনুগত সারথি হিসাবে আবির্ভূত হয়েছিল ! আমাদের সমাজ পুরুষতন্ত্রের 'টুইস্টেড সেন্স' দ্বারা চালিত এবং আমাদের চলচ্চিত্রগুলি এতদিন ধরে রুদ্ধশ্বাস সব 'ম্যাচিসমো' প্রদর্শন করে চলেছে ৷ এটা হয়ত ভাল হয়নি! কিন্তু ছবিগুলির সংবেদনশীলতার জন্য ধন্যবাদ দিতেই হবে ৷" তিনি আরও জানান 'কাহানি' একটি কাল্ট ক্লাসিক হয়ে উঠেছে নিজের অধিকারে ৷ নিজের ব্যক্তিগতভাবেও সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা ৷

আরও পড়ুন: মুক্তি পেল বিদ্যা বালনের নতুন ছবি 'জলসা'র ট্রেলার

সাত্যকি না থাকলে যেমন সফল হত না বিদ্যা বালানের যাত্রা, তেমনই বিদ্য়া যেভাবে তাঁর অভিনয় দিয়ে পর্দার পুরো সম্পর্কটিকে অন্য স্তরে পৌঁছে দিয়েছেন, তাকেও ধন্য়বাদ জানিয়েছেন পরম ৷ তাই তাঁর এই ইনস্টা পোস্টের শেষে তিনি লেখেন, "আবারও অসংখ্য় ধন্যবাদ সুজয় ঘোষ এবং বিদ্যা বালনকে, 'কাহানি' ছবির জন্য় এই কৃতজ্ঞতা কখনও শেষ হবে না ৷ "

ABOUT THE AUTHOR

...view details