পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

যৌনকর্মীদের পাশে পরমব্রত, হাতে তুলে দিলেন রেশন - parambrata chatterjee latest news

লকডাউনের মধ্যে খুবই খারাপ সময়র মধ্যে দিয়ে যাচ্ছেন যৌনকর্মীরা । ব্য়বসা বন্ধ থাকায় দিন আনা দিন খাওয়া মানুষগুলো চরম সংকটে । তাঁদের পাশে দাঁড়ালেন পরমব্রত চ্যাটার্জি, হাতে তুলে দিলেন প্রয়োজনীয় রেশন সামগ্রী ।

parambrata chaterjee stand beside sex workers
parambrata chaterjee stand beside sex workers

By

Published : Apr 14, 2020, 11:28 PM IST

কলকাতা : কয়েকদিন আগেই সোনাগাছির দেহ ব্যবসায়ীদের দুরবস্থার ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় । সেখানে একটি বেঞ্চকে সম্বল করে দিন কাটাচ্ছেন দুই মা ও তাঁদের দুই সন্তান । শিফ্ট ভাগ করে বেঞ্চেই ঘুমোচ্ছেন । সরকার কি তাঁদের কথা ভাবছে ? প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী । এবার সেই মানুষগুলোর পাশে দাঁড়ালেন পরমব্রত চ্যাটার্জি ।

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সঙ্গে হাত মিলিয়ে সোনাগাছি অঞ্চলের যৌনকর্মীদের হাতে প্রয়োজনীয় রেশন তুলে দিলেন পরমব্রত । সোশাল মিডিয়ায় তিনি সেই ছবি শেয়ারও করেছেন ।

অভিনেতা লিখেছেন, "একঘরে হয়ে রয়েছেন, কাজকর্ম পুরোপুরি বন্ধ এঁদের । এই লকডাউনে সেই সমস্ত মানুষদের একটু সাহায্য করুন, যাঁদের হাতে কোনও কাজ নেই । আজ দুর্বারের সঙ্গে হাত মিলিয়ে শহরের যৌনপল্লীর পরিবারগুলোর হাতে কিছু প্রয়োজনীয় জিনিস তুলে দিলাম ।"

পরমব্রতর এই উদ্যোগে খুশি নেটিজেনরা । দেখে নিন পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details