পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mother India: আছেন ঋতুপর্ণা, যৌনকর্মীদের জীবনচরিত পাপিয়ার 'মাদার ইন্ডিয়া' - পাপিয়া অধিকারীর খবর

যৌনকর্মীদের জীবন নিয়ে তৈরি হচ্ছে নতুন ফিল্ম 'মাদার ইন্ডিয়া' (Mother India)৷ পরিচালক পাপিয়া অধিকারী (Papiya Adhikari) ৷ আর মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)।

papiya-adhikari-making-rituparna-senguptas-mother-india-on-red-light-area-people
আছেন ঋতুপর্ণা, যৌনকর্মীদের জীবনচরিত পাপিয়ার 'মাদার ইন্ডিয়া'

By

Published : Sep 15, 2021, 8:43 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর :গর্ভে ধারণ না-করলেও মা হওয়া যায়, আরও একবার তা প্রমাণ হওয়ার দিন আসন্ন । আর সেই দিনটি নিয়ে আসছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী (Papiya Adhikari) । এ বার তিনি পরিচালকের ভূমিকায় ৷ তাঁর হাত ধরেই বড় পর্দায় আসছে বাংলা ছবি 'মাদার ইন্ডিয়া' (Mother India)। আর সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবিতে তাঁর চরিত্রের নাম পত্রলেখা । থাকতে পারেন রাজেশ শর্মা, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তর মতো তাবড় তাবড় অভিনেতাও ।

যৌনপল্লির মেয়েদের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখানোর চেষ্টা করা হবে এই ছবিতে । পরিচালক পাপিয়া অধিকারীর কথায়, এখানকার মেয়েরা একেবারে অন্যরকম ৷ কী রকম, তা না দেখলে বোঝা যাবে না ৷ 'মাদার ইন্ডিয়া' ঋতুপর্ণার হাতের ছোঁয়ায় কীভাবে পালটে যায় পতিতালয়ের মেয়েদের জীবন, এই ছবি সেটাই দেখাবে ।

পরিচালক পাপিয়া অধিকারী জানান, "যৌনকর্মী কেন ব্রাহ্মণী হতে পারবেন না ? পতিতালয়ের মাটির প্রলেপ ছাড়া মায়ের মূর্তি তৈরি হয় ? হয় না । সেই মূর্তিকেই তো ব্রাহ্মণ পুজো করেন । তা হলে তাঁরা কেন পুজো করতে পারবেন না ? ব্রাহ্মণ তিনি, যাঁর ব্রহ্মজ্ঞান হয়েছে । যাঁদের এখানে দেখানো হবে, তাঁরা বকুল ফুলের মতো ফুটফুটে, সতেজ । এঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় । একে অপরের জন্য লড়াই করে । এঁদের কাছে যাঁরা আসেন তাঁরাও অন্যরকম । ওঁদেরকে অন্যভাবে দেখানোর চেষ্টা করব আমি । দুর্বারের সঙ্গে আমার অনেকদিনের চেনাজানা । ওদের আমাদের একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত । আমরা সবকিছুকেই খুব নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি । চিত্রনাট্য লিখতে ব্যস্ত আছি এখন ।"

আরও পড়ুন:Sonu Sood : সোনু সুদের বাড়ি ও অফিসে আয়কর বিভাগের আধিকারিকরা

পত্রলেখার চরিত্রে ঋতুপর্ণাই কেন ? পাপিয়া অধিকারী জানালেন, "ঋতুকে আমি বিগত 30 বছর ধরে চিনি । যে দিন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছে সেদিন থেকে নায়িকার ভূমিকায় অভিনয় করছে ঋতু । কতটা লড়াই করে নিজের জায়গাটা স্থির রেখেছে তা শেখার মতো । অন্যান্যদের অনেককিছু শেখার আছে ওঁর কাছে ।"

আরও পড়ুন:Ayushmann Khurrana: বার্থ ডে বয় আয়ুষ্মানের সঙ্গে কীভাবে হল ছোট্টবেলার প্রেম, জানালেন স্ত্রী তাহিরা

এই গল্পের সূত্র কী ? পরিচালকের কথায়, "আমার একজন খুব পরিচিত মানুষ গল্পের আইডিয়া দেন । তখন আমি অতটা গুরুত্ব দিইনি । তিনি বলেছিলেন, আমি ফুটফুটে গল্প চাই । ফাটাফাটি গল্প চাই না । অবশেষে আমি তাঁর গল্প নিয়ে তৈরি করছি 'মাদার ইন্ডিয়া'। যেটা ফুটফুটে গল্প, ফাটাফাটি নয় ।"

আরও পড়ুন:Kangana Ranaut: জাভেদ আখতারের মামলায় হাজিরা না-দিলে কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খুব তাড়াতাড়িই এই ছবির কাজে হাত দেবেন পাপিয়া অধিকারী । তাঁর বিশ্বাস, এই ছবি দেখলে অনেক যৌনপল্লি নিজেদের অন্যভাবে আবিষ্কার করবে ।পাশাপাশি নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনবে ।

আরও পড়ুন:Parambrata Ritabhari :ঋতাভরীই কি পরম-সুন্দরী ? ঘনিষ্ঠ ছবি ঘিরে সরগরম নেটপাড়া

ABOUT THE AUTHOR

...view details