পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পার্নো নয়, 'উড়োজাহাজ' করার কথা ছিল পাওলির, জানালেন প্রিমিয়ারে - পার্নো মিত্র

মুক্তি পেল বুদ্ধদেব দাশগুপ্তের ছবি 'উড়োজাহাজ'। ছবিতে না থাকলেও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পাওলি দাম।

Urojahaj Paoli Dam
Urojahaj Paoli Dam

By

Published : Dec 14, 2019, 1:50 PM IST

কলকাতা : বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হওয়ার পর অবশেষে কলকাতার দর্শকের জন্য মুক্তি পেল 'উড়োজাহাজ'। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত স্বয়ং এবং পাওলি দাম। পুরুলিয়ায় অন্যকাজে ব্যস্ত থাকায় প্রিমিয়ারে অনুপস্থিত ছিলেন ছবির নায়িকা পার্নো মিত্র। আসতে পারেননি ছবির নায়ক চন্দন রায় সান্যালও।

পাওলি বললেন, "বুদ্ধদার ছবি দেখার জন্য মুখিয়ে থাকি। এই ছবিটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। দুর্ভাগ্যবশত এই ছবিটায় আমার অভিনয় করা হয়নি, একটা অন্য কারণে। আমি খুব মিস করেছি সেই সুযোগটাকে। আর বুদ্ধদা এমন একটা প্রতিষ্ঠান, যাঁর থেকে অনেক কিছু শেখা যায়।"

প্রিমিয়ারে...

এই ছবিতে অভিনয়ের জন্য বুদ্ধদেব দাশগুপ্ত এমন একটা মুখ খুঁজছিলেন, যাঁর মধ্যে একটা গ্রাম্য বুদ্ধিদীপ্ত লুক ফুটে উঠবে। পার্নোর মধ্যে সেই লুকটা তিনি পেয়েছিলেন। এখন জানা গেল যে, প্রথম অ্যাপ্রোচটা তিনি পাওলিকেই করেছিলেন, যিনি এর আগে বুদ্ধদেবের সঙ্গে 'টোপ' ছবিতে অভিনয় করেছেন।

আর পরিচালক নিজে কী বললেন এই ছবি নিয়ে? দেখে নিন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details