পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিংয়ের জন্য জয়পুর পাড়ি দিলেন পাওলি - paoli dam shooting

পরবর্তী ছবির শুটিংয়ের জন্য জয়পুর পাড়ি দিলেন পাওলি দাম । বিমানবন্দরের বাইরে নিউ নরমাল লুকে দেখা গেল তাঁকে ।

df
zf

By

Published : Sep 14, 2020, 11:25 PM IST

কলকাতা : 'বুলবুল'-এ বিনোদিনীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন পাওলি দাম । আর এবার পরবর্তী ছবির শুটিং শুরু করলেন তিনি । তার জন্য ইতিমধ্যেই জয়পুর পাড়ি দিয়েছেন অভিনেত্রী ।

শোনা যাচ্ছে, পরবর্তী একটি হিন্দি ছবিতেই দেখা যাবে পাওলিকে । যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন পাওলি । সেখানে বিমানবন্দরের বাইরে নিউ নরমাল লুকে ব্যাগ নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আরেকটি ছবিতে বিমানের মধ্যে মাস্ক ও ফেস শিল্ড পরে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে । আর এভাবেই নিউ নরমালে প্রথম বিমানযাত্রা করলেন তিনি । সেকথা ছবির ক্যাপশনেই জানিয়েছেন ।

ছবির ক্যাপশনে লেখেন, "নিউ নরমালে প্রথম বিমানযাত্রা । শুটিংয়ের জন্য জয়পুর যাচ্ছি । আমাকে শুভেচ্ছা জানান সবাই ।"

এদিকে পাওলির এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করে নেটিজ়েনরা । তিনি যাতে সুস্থভাবে শুটিং করতে পারেন তার জন্য সবাই তাঁকে শুভেচ্ছা জানান ।

ABOUT THE AUTHOR

...view details