পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'কালী সিজ়ন ২' নিয়ে আলাপচারিতায় পাওলি দাম - undefined

29 মে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'কালী সিজ়ন ২'। তা নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে আলাপচারিতায় পাওলি দাম ।

sdf
sdf

By

Published : May 8, 2020, 3:26 PM IST

কলকাতা : 'কালী' ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়নে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছি পাওলি দাম । ওয়েব সিরিজ়টি সকলের মন কেড়ে নিয়েছিল । এবার আসতে চলেছে সেই সিরিজ়ের দ্বিতীয় সিজন । 29 মে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে দ্বিতীয় সিজনটি । প্রথম সিজ়নটি পুরোটাই বাংলায় শুট করা হয়েছিল । তবে দ্বিতীয় সিজ়নটি দ্বিভাষিক করা হয়েছে । সংলাপ শুট হয়েছে বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই । পরিচালনা করেছেন রোহন ঘোষ এবং অরিত্র সেন । পাওলি ছাড়াও 'কালী সিজ়ন ২'-তে রয়েছেন রাহুল ব্যানার্জি, চন্দন রায় সান্যাল, অভিষেক ব্যানার্জি এবং বিদ্যা মালোয়াডে । এই সিরিজ় নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন পাওলি ।

পাওলি বলেন, "29 মে থেকে দেখা যাবে 'কালী সিজ়ন ২'। এটা আগেই স্ট্রিম হওয়ার কথা ছিল । কিন্তু, লকডাউনের জন্য পিছিয়ে যায় । যখন 'কালী সিজ়ন ১' তৈরি হয়েছিল, তখন আমরা কেউই ভাবিনি এটার সিজ়ন ২ আসবে । সিজন ১ দর্শকের খুব ভালো লেগেছে । আমি অনেক দর্শকের মেসেজও পেয়েছি । এরপরই ঠিক হয় সিজ়ন ২ তৈরি করা হবে ।"

.

আরও বড়ভাবে আসতে চলেছে 'কালী সিজ়ন ২'। পাওলি বলেন, "সিজ়ন ২-এর ক্যানভাস অনেক বড় । সিজ়ন ১-এ একজন নারীকে দেখানো হয়েছিল এবং দেখানো হয়েছিল তাঁর সঙ্গে কী কী ঘটছে । সিজ়ন ২-তে গল্পটা আরও বড় হয়েছে, বেশ কয়েকটি চরিত্র তাতে ঢুকেছে । গল্পের কেন্দ্রে কিন্তু সেই কালীই । তবে ক্যানভাস বা স্কেল যাই বলুন, আরও বড় হয়েছে । অনেক বেশি অ্যাকশন রাখা হয়েছে । সিজ়ন ১ শুধু বাংলায় হয়েছিল । তারপর 6-7টা ভাষায় ডাব করা হয় । কিন্তু 'কালী সিজ়ন ২' বাংলা ও হিন্দিতে হয়েছে । ডায়ালগের অংশ দু'বার শুট করতে হয়েছে । মুম্বই থেকে অনেক অভিনেতার এসেছেন, যেমন অভিষেক ব্যানার্জি, বিদ্যা মালোয়াড, চন্দন রায় সান্যাল ।"

.

এই সিজ়ন নিয়েও যথেষ্ট আশাবাদী পাওলি । বলেন, "আমি আশা করি, যেভাবে প্রথম সিজ়ন মানুষের পছন্দ হয়েছে, সিজ়ন ২'ও তাঁরা পছন্দ করবেন । কালী এখানে আরও শক্ত, আগের চেয়ে অনেকবেশি অভিজ্ঞ । এখানে কালীর লুক পালটানো হয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details