কলকাতা, 12 অক্টোবর: পলাশ দে-র (Palash Dey) দ্বিতীয় ছবি 'তরঙ্গ'র (Taranga) পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ । এই ছবিতে একটিই গান । পলাশ দে-র কথায় গানটি গেয়েছেন দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)।
পরিচালক পলাশের কথায়, "এক আশ্চর্য সুর শব্দ নৈঃশব্দ্য সৃষ্টি হয়েছে ছবিতে । জাদুকর দেবজ্যোতি মিশ্র গান এবং সিনেমার প্রতিটা বিন্দুতে নিজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ করেছেন । গান রেকর্ডিং করতে গিয়ে দেবজ্যোতি মিশ্র মাঝেমধ্যেই নিজেকে সামলে রাখতে পারেননি । চোখ ভরে আসছিল...৷"
'অসুখওয়ালা'র পরিচালক পলাশ দে-র এ বারের নির্মাণ 'তরঙ্গ'। পলাশের বড় পর্দায় এটি দ্বিতীয় ছবি । মুখ্য চরিত্রগুলিতে রয়েছেন সোহিনী সরকার (Sohini Sarkar), বাদশা মৈত্র, রণজয়, অমিত সাহা । এই ছবিতে বাদশা মৈত্রর স্ত্রী-র চরিত্রে থাকবেন সোহিনী । ও দিকে সোহিনীর বাস্তবজীবনের প্রেমিক রণজয় থাকছেন সোহিনীর আর্ট কলেজের বন্ধুর ভূমিকায় । রণজয় পুরুলিয়ার মুখোশ ও শৌখিন হাতের কাজের ব্যবসা করে । ঘটনাচক্রে সোহিনী কাজ করতে আসে রণজয়ের অফিসে ৷ এরপর কী হয় তা জানতে হলে ক'দিনের অপেক্ষা ৷
আরও পড়ুন:Kishalay: পুজোর ছুটিতে হাজির 'কিশলয়'-এর পোস্টার
পলাশ জানিয়েছেন, "তরঙ্গ সিনেমার বিষয় ভাবনা পুরুলিয়াকে ঘিরে । মুখোশ শিল্প এবং শিল্পীদের নিয়ে তৈরি এই গল্প । সেখানে বিভিন্ন চরিত্রও ঘটনাচক্রে পুরুলিয়া কেন্দ্রিক । প্রান্তিক শিল্প, শিল্পী এবং তাঁদের জীবনযাপন এই ছবির রসদ । শিল্প নিয়ে লোক ঠকানো এবং সব প্রতিকূলতা সত্তেও ঘুরে দাঁড়ানো - এই নিয়েই 'তরঙ্গ'।"