পায়ে চোট পেলেন নুসরত! - nusrat jahan
এই বছর তৃণমূলের প্রার্থী হিসেবে বসিরহাট থেকে দাঁড়িয়েছেন নুসরত।
চলতি লোকসভা নির্বাচনের কারণে প্রচার নিয়ে অসম্ভব ব্যস্ত অভিনেত্রী নুসরত জাহান। শাসকদল তৃণমূল পার্টির হয়ে বসিরহাটের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন অভিনেত্রী। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তাঁর প্রচার। কিন্তু তার মাঝেই ঘটে গেল এক বিপত্তি। চোট পেলেন নুসরত।
ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন নুসরত। বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন তিনি। হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে। পায়ে চোট পান নুসরত। প্রচারে এসে এমন ঘটনাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর কুশল জানতে তাঁকে ফোন করে ETV ভারত। নুসরাত বলেন, "এখন অনেক ভালো আছি। সুস্থ আছি। তবে হঠাৎ পড়ে যাওয়ায় পায়ে খুব ব্যথা পেয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাব।"