কলকাতা : 'বাবার নাম গান্ধিজি' এবং 'রসগোল্লা' ছবির পরিচালক পাভেলের পরবর্তী ছবি 'অসুর'। আরও বড় চমক, সাংসদ হওয়ার পর নুসরত জাহান এই ছবি দিয়েই ক্যারিয়ারের নতুন অধ্য়ায় শুরু করতে চলেছেন। ছবিটি বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজকে উৎসর্গ করেছেন পরিচালক পাভেল। ছবি সম্পর্কে বিস্তারিতভাবে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তিনি।
বিয়ের পর প্রথম কোন ছবিতে নুসরত? উত্তর দিলেন পাভেল
বিয়ের পর পাভেলের হাত ধরেই শুটিং ফ্লোরে ফিরছেন নুসরত জাহান। পাভেলের পরবর্তী ছবি 'অসুর'-এ অভিনয় করতে চলেছেন নুসরত। সঙ্গে রয়েছেন জিৎ আর আবির চ্যাটার্জিও।
নুসরত জাহান
পাভেল বললেন, " আমার পরের ছবির নাম অসুর। এই ছবিতে অভিনয় করছেন জিৎ, আবির এবং নুসরত। এটা রামকিঙ্কর বেইজকে আমার একটা ট্রিবিউট। ছবিটাকে ঘিরে রয়েছে তিনজন বন্ধু। আর্টের ব্যাকড্রপে এটি একটি লাভ সাগা। যেহেতু রামকিঙ্কর বেইজ বোলপুরে বিশ্বভারতীতে ছিলেন, তাই বোলপুরে শুটিং আছে, কলকাতায় শুটিং আছে। অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু। এটা জিৎদার প্রোডাকশন। 'রসগোল্লা' ছবির পরে এটাই আমার ফার্স্ট রিলিজ়।"