পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিয়ের পর প্রথম কোন ছবিতে নুসরত? উত্তর দিলেন পাভেল

বিয়ের পর পাভেলের হাত ধরেই শুটিং ফ্লোরে ফিরছেন নুসরত জাহান। পাভেলের পরবর্তী ছবি 'অসুর'-এ অভিনয় করতে চলেছেন নুসরত। সঙ্গে রয়েছেন জিৎ আর আবির চ্যাটার্জিও।

নুসরত জাহান

By

Published : Jul 20, 2019, 6:18 PM IST

কলকাতা : 'বাবার নাম গান্ধিজি' এবং 'রসগোল্লা' ছবির পরিচালক পাভেলের পরবর্তী ছবি 'অসুর'। আরও বড় চমক, সাংসদ হওয়ার পর নুসরত জাহান এই ছবি দিয়েই ক্যারিয়ারের নতুন অধ্য়ায় শুরু করতে চলেছেন। ছবিটি বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজকে উৎসর্গ করেছেন পরিচালক পাভেল। ছবি সম্পর্কে বিস্তারিতভাবে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তিনি।

রামকিঙ্কর বেইজ

পাভেল বললেন, " আমার পরের ছবির নাম অসুর। এই ছবিতে অভিনয় করছেন জিৎ, আবির এবং নুসরত। এটা রামকিঙ্কর বেইজকে আমার একটা ট্রিবিউট। ছবিটাকে ঘিরে রয়েছে তিনজন বন্ধু। আর্টের ব্যাকড্রপে এটি একটি লাভ সাগা। যেহেতু রামকিঙ্কর বেইজ বোলপুরে বিশ্বভারতীতে ছিলেন, তাই বোলপুরে শুটিং আছে, কলকাতায় শুটিং আছে। অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু। এটা জিৎদার প্রোডাকশন। 'রসগোল্লা' ছবির পরে এটাই আমার ফার্স্ট রিলিজ়।"

জিৎ
তাহলে ছবির নাম কেন 'অসুর' রেখেছেন পরিচালক? উত্তরে পাভেল বললেন, "অসুর বলতে নেগেটিভ কথা মাথায় আসে সকলের। কিন্তু অসুরের আসল মানে অসীম শক্তিধর। কিন্তু এই যে শব্দের উলটো মানে তৈরি হয়, মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, সেটাই মূল কারণ। আরও একটা বড় কারণ আছে। কিন্তু সেটা এখনই বলা যাবে না। এটা কিন্তু রামকিঙ্কর বেইজকে আমার ট্রিবিউট। তাঁর বায়োগ্রাফি একেবারেই নয়।"জিতের প্রোডাকশনে কাজ। কেমন অনুভূতি পাভেলের? পরিচালক বললেন, "আমি খুব এক্সাইটেড, আগেই ওঁদের জন্য স্ক্রিপ্ট করেছি। জিৎদা আর আমার খুব ভালো বন্ডিং আছে। একই বন্ডিং আছে আবিরদার সঙ্গেও। নুসরতের সঙ্গে আমার নতুন আলাপ হয়েছে। আশা করি সব ভালোই হবে।"
আবির...
ছবির চিত্রনাট্যও সম্পর্কে পাভেল বললেন, "অসুর-এর স্ক্রিপ্ট আমার। ২০১৫ সালের শেষের দিকে চিত্রনাট্য লিখেছিলাম। স্ক্রিপ্টটা লেখা হয় 'বাবার নাম গান্ধিজি'র পরই। আমার হাতে যখন লেখা আসে তখন আসে। তারপর নিজেকে সাজাই। বাবার নাম গান্ধিজি-র পর আমি ঠিক করেছিলাম 'রসগোল্লা'-টাই করব। রসগোল্লা-র পর 'অসুর'। অসুরের পরের ছবিটাও আমার প্ল্যান করা আছে।"কেন জিৎ, নুসরত এবং আবিরকেই ছবিতে কাস্ট করলেন পাভেল? উত্তরে তিনি বললেন, "এই তিনটে রোলে এই তিনজনকেই দরকার ছিল। এছাড়া কোনও অপশন নেই। এঁদের সেম এজ ব্র্যাকেট এবং সেম ফ্রেন্ডশিপের জায়গা আছে।"

ABOUT THE AUTHOR

...view details