কলকাতা, 28 মার্চ : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে রাখা হল না 94তম আকাদেমি অ্যাওয়ার্ডের 'ইন মেমোরিয়াম' বিভাগে ৷ এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ভারতীয় অনুরাগীরা ৷ এই মাসেই ভারতীয় এই দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছিল ব্রিটিশ আকাদেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) ৷ কিন্তু অস্কারের মঞ্চে তাঁদের একেবারেই ভুলে গেলেন আয়োজকরা (Oscars leave out Lata Mangeshkar in 2022) ৷ যা সত্যিই দুঃখজনক ভারতীয় অনুরাগীদের কাছে ৷
এর আগের পর্বে অর্থাৎ 2021 সালের এডিশনে কিন্তু ইরফান খান এবং অস্কার বিজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে অন্তর্ভুক্ত করেছিলেন আয়োজকরা ৷ ঋষি কাপুর এবং সুশান্ত সিং রাজপুতের কথাও উল্লেখিত হয়েছে আকাদেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর অফিসিয়াল ওয়েবসাইটে ৷ কিন্তু স্থান পেলেন না লতা বা দিলীপ ৷