পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Oscars 2022: আজ বসছে অস্কারের আসর, কারা পেল মনোনয়ন ? কারা প্রেজেন্টার ? - অস্কার 2022

অস্কারের (Oscars 2022) প্রস্তুতি শেষ পর্যায়ে ৷ কোথায় লাইভ দেখবেন, কারা জিততে পারেন - 94তম অ্য়াকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান (94th Academy Awards) ৷ এনিয়ে রইল নানা গুরুত্বপূর্ণ তথ্য ৷

oscars-2022-everything-you-need-to-know-including-nominations-expectations
থাম্বনেইল

By

Published : Mar 27, 2022, 12:45 PM IST

নিউ ইয়র্ক, 27 মার্চ:করোনার আবহ কাটিয়ে ফের স্বাভাবিক হচ্ছে হলিউডের গ্ল্যামারাস দুনিয়া ৷ সেজে উঠেছে 94তম অস্কারের আসর (Oscars 2022)৷ গত বছরের আড়ম্বরহীন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল বড়ই ম্যারমেরে ৷ তাই এ বার আয়োজনে কোনও খামতি রাখা হচ্ছে না ৷

আজই বসছে অস্কারের আসর ৷ কোথায় দেখা যাবে অস্কার লাইভ ? কাদের জেতার সম্ভাবনা ? এ বছরের বড় বিতর্কগুলি কী নিয়ে ? এ বছরের অস্কার নিয়ে এমনই নানা তথ্য তুলে ধরছে ইটিভি ভারত ৷

কবে বসছে অস্কারের আসর ?

27 মার্চ, রবিবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে (where to watch Oscars 2022) হতে চলেছে 94তম অ্য়াকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান (94th Academy Awards) ৷ ইস্টার্ন টাইমে রাত 8টায় শুরু হবে অনুষ্ঠান ৷ এবিসি-তে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে ৷

অস্কার 2022-এর উপস্থাপক কারা ?

এই গুরুদায়িত্ব এ বার থাকছে রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সিকসের উপর ৷ মঞ্চে তাঁদের উপস্থাপনা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা ৷ প্রযোজক উইল প্যাকার জানিয়েছেন, এই মহিলারা প্রত্যেকে শোতে অন্যরকম কিছু একটা উপহার দেন ৷ গত তিন বছর কোনও উপস্থাপক ছিল না অস্কারের আসরে ৷

সেরা ছবির মনোনয়ন কারা পেল ?

সেরা ছবির বিভাগে এবার লড়াই 10টি ফিল্মের (BEST PICTURE AT Oscars 2022) ৷ বেলফাস্ট, কোডা, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালে, দ্য পাওয়ার অফ দ্য ডগ, ওয়েস্ট সাইড স্টোরি ৷

আরও পড়ুন:Priyanka to Host Pre Oscar: প্রি-অস্কার ইভেন্টের সঞ্চালনা করবেন পিগি চপস

অস্কারে চমক

এই বিভাগের কয়েকটি মনোনয়ন চমকে দেওয়ার মতো (2022 OSCAR SNUBS) ৷ একজন হলেন ডেনিস ভিলেনিউভ, যাঁর ডিউন দ্বিতীয় সর্বাধিক মনোনয়ন (10) পেয়েছে ৷ আর বেস্ট পিকচার-সহ পাওয়ার অফ দ্য ডগ পেয়েছে 12টি ক্ষেত্রে মনোনয়ন ৷ তবে এই ছবি পরিচালনায় মনোনয়ন পায়নি ৷

চলতি বছরের সেরা অভিনেত্রীর বিভাগ সবচেয়ে বেশি চমকপ্রদ ৷ হাউস অফ গুচির জন্য লেডি গাগা, রেসপেক্টের জন্য ডেনিফার হাডসন, বেলফাস্টের জন্য কেইট্রিয়োনা বালফে ও দ্য ওয়ার্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ডের জন্য রেনেট রিনভে এবার মনোনয়ন পাননি ৷ যেটা খুবই আশ্চর্যের ৷

অস্কারের রাতে বিজয়ীদের নিয়ে প্রত্যাশা

সেরা ছবি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে দ্য পাওয়ার অফ দ্য ডগ ৷ এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার যেতে পারে জেন চ্যাম্পিয়নের ঝুলিতে ৷ তবে সেরা ছবির পুরস্কার কোডারও ছিনিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ৷ এই ছবিই জিতেছে প্রোডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ডস ৷ এ ছাড়াও যাঁদের হাতে অস্কার যেতে পারে বলে মনে করা হচ্ছে তাঁরা হলেন, সেরা অভিনেতার জন্য উইল স্মিথ (কিং রিচার্ড), সেরা অভিনেত্রীর জন্য জেসিকা চেস্টেইন (দ্য আইস অফ ট্যামি ফে), সেরা সহঅভিনেতার জন্য ট্রয় কটসুর (কোডা) ও সেরা সহঅভিনেত্রীর জন্য আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)৷

কারা অস্কারের প্রেজেন্টার ?

অস্কারের রাতে যে সেলিব্রিটিরা বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেবেন, গত এক সপ্তাহ ধরেই তাঁদের নাম ঘোষণা করে চলেছেন শো-এর প্রযোজকরা (Oscars 2022 presenters) ৷ সেই তালিকায় রয়েছেন, বিল মুরে, লেডি গাগা, কেভিন কোস্টনার, স্যামুয়েল এল জ্যাকসন, জো ক্রাভিজ, অ্যান্টনি হপকিংস, লিলি জেমস, মিলা কুনিস, জন লেগুইজামো, সিমু লিউ, রামি ম্যালেক, লুপিতা নোংগো ও রোসি পেরেজ ৷

বুধবার ওয়েস্ট সাইড স্টোরির স্টার রাচেল জেগলারের নাম প্রেজেন্টার হিসেবে ঘোষণা হওয়ার পর বিতর্ক শুরু হয় ৷ কারণ সোশ্যাল মিডিয়ায় এই তারকা বলেছিলেন যে, তিনি অস্কার অনুষ্ঠানের জন্য আমন্ত্রণই পাননি ৷

আরও পড়ুন:Oscar Fan Favourite Film: নতুন সিদ্ধান্ত অ্যাকাডেমির, অস্কার পুরস্কারের বিচারক এবার আপনিও

অস্কারে আর কী প্রত্যাশা ?

আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনঘণ্টাই সম্প্রচারিত হবে অনুষ্ঠান এবং প্যাকার বলেন যে, যতটা সম্ভব বিনোদনে ভরিয়ে তোলা হবে এই অনুষ্ঠান ৷ তাঁর কথায়, "এটা শুধু একটা তিন ঘণ্টার শো নয়, এটা একটা সিনেম্যাটিক সফর হতে চলেছে ৷"

সেরা গানের মনোনয়ন পাওয়া বেয়ন্সে, ভ্যান মরিসন ও বিল্লি ইলিসদের পারফরম্যান্স আলাদা মাত্রা যোগ করবে অস্কারের আসরে ৷

এ বছর কোনও বিতর্ক ?

প্রতি বছরই অস্কারের আসরে হাজির থাকে বিতর্ক ৷ এ বারও সরাসরি সম্প্রচারের আগেই কয়েকটি পুরস্কার দেওয়া এবং শোয়ের পর তা এডিট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details