ওয়াশিংটন, 12 জানুয়ারি: তিন বছর পর (Oscars to have host after three years) ফের উপস্থাপক পেতে চলেছে অস্কার গালা অনুষ্ঠান (Oscars 2022)৷ তবে কে পাচ্ছেন সেই গুরুদায়িত্ব, সেটা এখনও রহস্যই রেখেছেন আয়োজকরা ৷ 27 মার্চ সম্প্রচারিত হতে চলেছে 94তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান (94th Academy Awards)৷
হুলু অরিজিনালস ও এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্রেইগ আরউইচ জানিয়েছেন, এ বছর ফের উপস্থাপক (Oscar Award gala to have host) ফিরছেন অস্কারের (oscars 2022 updates) আসরে ৷ যদিও কে উপস্থাপনা করবেন, তা স্পষ্ট করেননি তিনি ৷ রসিকতা করে বলেন, "আমিও উপস্থাপনা করতে পারি ৷" শিগগিরই এ ব্যাপারে সবিস্তার জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷
শেষবার 2018 সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন জিমি কিম্মেল (Jimmy Kimmel)৷ তারপর তিন বছর অস্কারের আসরে কোনও উপস্থাপক ছিলেন না ৷ জিমির আগে অস্কারের উপস্থাপনা যাঁরা করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ক্রিস রক (2016), নিল প্যাট্রিক হ্যারিস (2015), এলেন ডিজেনেরেস (2014), সেথ ম্যারফারলেন (2013), বিলি ক্রিস্টাল (2012) ও জেমস ফ্র্যাঙ্কো (2011)৷