লস অ্যাঞ্জেলস : অস্কার অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে একাধিক জল্পনা । কোরোনা পরিস্থিতির মধ্যে কীভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে তা নিয়ে জল্পনা চলছে । শোনা যাচ্ছিল, ভার্চুয়াল মাধ্যমে নাকি এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । তবে অনুষ্ঠানের আয়োজকদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠান পালন করা হবে না । বরং তারকাদের উপস্থিতিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে ।
মোটামুটি গ্রীষ্মের পর থেকেই শুরু হয়ে যায় অস্কারের প্রস্তুতি পর্ব । নভেম্বর বা ডিসেম্বর নাগাদ স্টুডিয়োগুলো তাদের নির্বাচিত ছবি পাঠাতে শুরু করে প্রতিযোগিতায় । জানুয়ারিতে ছবিগুলিকে নিয়ে ভোট হয় । তারপর ফেব্রুয়ারির দিকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে আপাতত এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে ।