কলকাতা, 16 মার্চ: হাবি নিক জোনাসকে সঙ্গে নিয়ে অস্কারের মনোনয়ন ঘোষণা করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে সেই আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তাঁর ফিল্মের মনোনয়ন পাওয়ার ঘটনা ৷ বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে বিভাগে মনোনয়ন পেয়েছে 'দেশি গার্ল'-এর ফিল্ম 'দ্য হোয়াইট টাইগার'৷
আদর্শ গৌরব ও রাজকুমার রাওয়ের সঙ্গে এই ফিল্মে স্ক্রিন শেয়ার করার পাশাপাশি প্রিয়াঙ্কা এর সহ-প্রযোজকও ৷ পরিচালক রামিন বাহরানি ও চিত্রনির্মাতা মুকুল দেওরা ও আভা দুভারনের এই ফিল্মের অস্কার মনোনয়ন ঘোষিত হল প্রিয়াঙ্কারই মুখে ৷ কাজেই এই আনন্দ ধরে রাখতে পারছেন না পিগ্গি চপস ৷ মনোনয়ন ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই করলেন টুইট ৷
টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, "আমরা এইমাত্র অস্কারের মনোনয়ন পেয়েছি ৷ রামিন ও দ্য হোয়োইট টাইগার টিমকে অভিনন্দন ৷ নিজেই এই মনোনয়ন ঘোষণা করার অনুভূতি আমার কাছে খুবই স্পেশাল ৷ খুবই গর্বিত ৷"