অস্কার 2020 : নমিনেশনের সম্পূর্ণ তালিকা - Oscar 2020
সামনে এল 2020 সালের অস্কার নমিনেশনের সম্পূর্ণ তালিকা ।
![অস্কার 2020 : নমিনেশনের সম্পূর্ণ তালিকা Oscar 2020](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5703299-836-5703299-1578971338205.jpg)
Oscar 2020
টড ফিলিপের 'জোকার' এই বছর অস্কারে পেয়েছে 11 টা নমিনেশন । অন্যদিকে, 'প্যারাসাইট' হল সেই প্রথম সাউথ কোরিয়ান ফিল্ম যা, জায়গা করে নিল অস্কারের সেরা ছবির দৌড়ে । দেখে নেওয়া যাক নমিনেশনের সম্পূর্ণ তালিকা..