ফুলবনি 22 মার্চ : রূপকথা নয়, সত্যি ৷ দিনমজুর থেকে মালয়ালম ফিল্ম ইন্ড্রাস্টির রাজ কুমার হয়ে উঠলেন ওড়িশার একটি গ্রামের ছেলে ৷ কঠিন পরিশ্রম একজন মানুষকে যে কতখানি সাফল্য দিতে পারে তাঁর উদাহরণ রাজ ৷
পয়সার অভাবে যে ছেলেটি পড়াশুনাও অর্ধেক রাস্তাতে ছেড়ে দেয়, কাজ করেছে দিনমজুরি থেকে খাবার হোটেলে সে কি না আজ লাইমলাইটের কেন্দ্রে ৷ আজ নায়ক সে ! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ সম্প্রতি মালয়ালম ছবি জালিকাটুতে অভিনয়ে করতে দেখা যাবে তাঁকে ৷