মুম্বই, 26 মে :দেখতে দেখতে এক বছর হতে চলল ৷ আগামী 14 জুন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ সেই উপলক্ষে টানা একমাস পাহাড়ে সম্পূর্ণ নির্জনে সময় কাটাবেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি ৷ সংস্পর্শে থাকবেন না ইন্টারনেটেরও ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা ঘোষণা করলেন শ্বেতা ৷
বুদ্ধ পূর্ণিমার দিনে সুশান্তের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন তাঁর দিদি ৷ পোস্ট করেন পাহাড়ের কোলে একটি কাঠের কেবিন ও গৌতম বুদ্ধের একটি ছবিও ৷ ক্যাপশনে শ্বেতা লেখেন, "গোটা জুন মাস ধরে আমি পাহাড়ে নির্জনে থাকব ৷ সেখানে ইন্টারনেট বা মোবাইল পরিষেবা আমার কাছে থাকবে না ৷ ভাইয়ের মৃত্যুর বর্ষপূর্তি নীরবে ওর মিষ্টি স্মৃতিচারণাতেই কাটাব ৷ যদিও প্রায় এক বছর আগে ওর শরীর আমাদের ছেড়ে চলে গিয়েছে, তবে যে মূল্যবোধ নিয়ে ও বাঁচত তা এখনও জীবন্ত ৷ সবাইকে বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানাই ৷"