পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রথম মৃত্যুবার্ষিকীতে ইরফানের শেষদিন স্মরণ স্ত্রী সুতপার, আবেগী পোস্ট বাবিলের - ইরফান খানের মৃত্যুবার্ষিকী

ইরফান খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন তাঁর স্ত্রী সুতপা ও ছেলে বাবিল ৷ আবেগী পোস্টে স্ত্রী শোনালেন ইরফানের শেষ দিনের গল্প ৷

On Irrfan Khan's First Death Anniversary, wife Sutapa and Son Babil Write Emotional Note
প্রথম মৃত্যুবার্ষিকীতে ইরফানের শেষদিন স্মরণ স্ত্রী সুতপার, আবেগী পোস্ট বাবিলের

By

Published : Apr 29, 2021, 12:54 PM IST

Updated : Apr 29, 2021, 2:55 PM IST

মুম্বই, 29 এপ্রিল: দেখতে দেখতে কেটে গেল গোটা একটা বছর ৷ আজ প্রয়াত অভিনেতা ইরফান খানের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ এই দিনে তাঁকে স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন তাঁর স্ত্রী সুতপা ও ছেলে বাবিল ৷

সুতপা গত বছরের এই দিনটার কথা স্মরণ করে ফেসবুকে লিখেছেন, "গত বছর এই দিনে আমি ও আমার বন্ধুরা তোমার জন্য গান গেয়েছিলাম, সব তোমার পছন্দের গান ৷ নার্সেরা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিলেন ৷ কারণ তাঁরা সবচেয়ে সঙ্কটের সময়ে ধর্মীয় মন্ত্রোচ্চারণ দেখতেই অভ্যস্ত ৷ সেটা আমি দু বছর ধরে সকাল, সন্ধে, রাতে করেছিলাম ৷ তবে সে দিন সবাই বলল, তোমার সঙ্গে আমার ভালোবাসার মুহূর্তগুলো তোমার সঙ্গে শেয়ার করা উচিত ৷ তাই আমরা গান গাইলাম ৷ পরের দিনই তুমি পরের স্টেশনে যেতে সব ছেড়ে চলে গেলে ৷ আমার মনে হল তুমি জানো, কোথায় আমায় ছেড়ে নেমে যেতে হবে ৷ আমার জন্য 29 এপ্রিল রাত 11.11-তে ঘড়িটা থেমে গিয়েছিল ৷"

আরও পড়ুন:অস্কারের আসরে সৌমিত্র-স্মরণ, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত ইরফানের মৃত্যুবার্ষিকীতে আবেগী পোস্ট করেছেন তাঁর ছেলে বাবিলও ৷ ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, "কেমো তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দিয়েছিল ৷ তাই সামান্য জিনিসেও আনন্দ খুঁজে পেতে চেয়েছিলে ৷ নিজের পত্রিকা লেখার জন্য যেমন নিজেই টেবিল বানিয়ে নিয়েছিলে ৷ সেটাই বিশুদ্ধতা ৷ যেটা আমি এখনও খুঁজে পাইনি ৷ ঐতিহ্যের শেষ হয় আমার বাবাকে দিয়ে ৷ ফুল স্টপ ৷ কেউ তাঁর বিকল্প হবেন না ৷ কেউ হতে পারবেন না ৷ আমার কাছে সবচেয়ে ভালো বন্ধু, সঙ্গী, ভাই, বাবা ছিলেন তিনি ৷ তোমায় খুব ভালোবাসি ৷"

ইরফান খান ক্যান্সারে 53 বছর বয়সে প্রয়াত হন ৷ 2 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত বছর 29 এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ 2018 সালে নিউরোএনডোক্রাইন টিউমার ধরা পড়ার পর ব্রিটেনে চিকিত্সা চলছিল তাঁর ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ অকালেই চলে যান জনপ্রিয় অভিনেতা ৷

হলিউডের নেমসেক, লাইফ অফ পাই, স্লামডগ মিলিয়নেয়ার ও জুরাসিক ওয়ার্ল্ডে অভিনয় করেছেন ইরফান ৷ এ ছাড়াও তাঁর অভিনীত পান সিং তোমর, মকবুল ও বাফটায় মনোনীত লাঞ্চ বক্সে তিনি তাঁর দক্ষতার পরিচয় রেখেছেন ৷

Last Updated : Apr 29, 2021, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details