মুম্বই, 21 মার্চ : 'ব্ল্যাক', 'নো ওয়ান কিল জেসিকা', 'হাম তুম'-এর মত একাধিক জনপ্রিয় ছবি উপহার দেওয়া অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায় আজ উদযাপন করছেন নিজের 44তম জন্মদিন ৷ নব্বই দশকের মাঝামাঝি কেরিয়ার শুরু করেছিলেন রানি ৷ আর শুরুতেই 'কুছ কুছ হোতা হ্য়ায়'-এর মত মেগাহিট জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় তাঁকে ৷ তবে সেই জনপ্রিয়তা আজ অবধি ধরে রাখা সহজ কাজ ছিল না ৷ রানি কিন্তু তা পেরেছেন 'সাথিয়া','বীর জারা', 'বান্টি অর বাবলি'-সহ একাধিক ছবিতে নিজের দক্ষতার প্রমাণ বারবার দিয়েছেন তিনি ৷
এবারের জন্মদিনে সিনেমা এবং নিজের কেরিয়ার নিয়ে মুখ খুললেন রানি (Rani Mukerji Talks About Her Journey) ৷ রানি বলেন, "আমার জন্য এখনও পর্যন্ত এটা খুবই আনন্দময় যাত্রা ছিল এবং আশা করি সামনের বছরগুলিও একইরকম হবে ৷ আমি সত্যিই ভাগ্যবান যে, আমি কিছু দুরন্ত মানের পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ৷ যাঁরা অনস্ক্রিনে ভাল কাজ করতে এবং প্রতিবার নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে ৷ "
তিনি আরও বলেন, "আমি এখনও বিভিন্ন প্রজেক্টে নিজের কাজ অব্যহত রাখতে চাই ৷ কারণ আমি সবসময় নিজেকে নিজের শেষ সীমায় ঠেলে দিয়ে দেখতে চাই, আমার অবস্থান ঠিক কোথায় ৷ আমি সবসময় জানতাম আমার যাত্রা কঠিন হবে ৷ দর্শকদের ভালবাসা এবং আমার কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের জেরেই গত 25 বছর আমি পেরিয়ে এসেছি ৷"