পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

HBD Rani Mukerji: জন্মদিনে নিজের দীর্ঘ 25 বছরের কেরিয়ার নিয়ে মুখ খুললেন রানি - জন্মদিনে নিজের দীর্ঘ 25 বছরের কেরিয়ার নিয়ে মুখ খুললেন রানি

44তম জন্মদিনে নিজের দীর্ঘ 25 বছরের কেরিয়ার নিয়ে মুখ খুললেন বলিসুন্দরী রানি মুখোপাধ্যায় ৷ জানালেন তাঁর আগামি ছবি 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'-এর কথাও (Rani Mukerji Upcoming Film) ৷

rani mukerji birthday
জন্মদিনে নিজের দীর্ঘ 25 বছরের কেরিয়ার নিয়ে মুখ খুললেন রানি

By

Published : Mar 21, 2022, 12:44 PM IST

মুম্বই, 21 মার্চ : 'ব্ল্যাক', 'নো ওয়ান কিল জেসিকা', 'হাম তুম'-এর মত একাধিক জনপ্রিয় ছবি উপহার দেওয়া অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায় আজ উদযাপন করছেন নিজের 44তম জন্মদিন ৷ নব্বই দশকের মাঝামাঝি কেরিয়ার শুরু করেছিলেন রানি ৷ আর শুরুতেই 'কুছ কুছ হোতা হ্য়ায়'-এর মত মেগাহিট জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় তাঁকে ৷ তবে সেই জনপ্রিয়তা আজ অবধি ধরে রাখা সহজ কাজ ছিল না ৷ রানি কিন্তু তা পেরেছেন 'সাথিয়া','বীর জারা', 'বান্টি অর বাবলি'-সহ একাধিক ছবিতে নিজের দক্ষতার প্রমাণ বারবার দিয়েছেন তিনি ৷

এবারের জন্মদিনে সিনেমা এবং নিজের কেরিয়ার নিয়ে মুখ খুললেন রানি (Rani Mukerji Talks About Her Journey) ৷ রানি বলেন, "আমার জন্য এখনও পর্যন্ত এটা খুবই আনন্দময় যাত্রা ছিল এবং আশা করি সামনের বছরগুলিও একইরকম হবে ৷ আমি সত্যিই ভাগ্যবান যে, আমি কিছু দুরন্ত মানের পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ৷ যাঁরা অনস্ক্রিনে ভাল কাজ করতে এবং প্রতিবার নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে ৷ "

তিনি আরও বলেন, "আমি এখনও বিভিন্ন প্রজেক্টে নিজের কাজ অব্যহত রাখতে চাই ৷ কারণ আমি সবসময় নিজেকে নিজের শেষ সীমায় ঠেলে দিয়ে দেখতে চাই, আমার অবস্থান ঠিক কোথায় ৷ আমি সবসময় জানতাম আমার যাত্রা কঠিন হবে ৷ দর্শকদের ভালবাসা এবং আমার কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের জেরেই গত 25 বছর আমি পেরিয়ে এসেছি ৷"

রানি বলেন, "আমি কখনও একটা টাইপকাস্ট বা একটি ছাঁচে নিজেকে গড়ে তোলার বিষয়টা মেনে নিতে পারেনি ৷ আমি সবসময় সেই সমস্ত অর্থপূর্ণ ছবির অংশ হতে চেষ্টা করেছি, যেখানে গল্পের কেন্দ্রে একটি শক্তিশালী মহিলা চরিত্র রয়েছে ৷ আমি এমন কিছু ভাল ছবির অংশ হতে চেয়েছি, যা ভারতীয় নারীদের কিছু গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরে ৷ আমি এমন কিছু ছবিও করেছি যা দর্শকদের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে ৷ তবে আমি মনে করি এটাই আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা ভাল দিক যে, কখনও তুমি জিতবে কখনও হারাবে ৷ তবে এটাই তোমাকে পরিণত হতে সাহায্য করবে এবং ইন্ডাস্ট্রিতে নিজেকে স্বতন্ত্র শিল্পী হিসাবে পরিচিতি পেতে সাহায্য় করবে ৷ "

আরও পডু়ন: বিবাহ বিচ্ছেদের পর বলি দুনিয়ায় অভিষেক হতে চলেছে রজনীকান্তের কন্যার

তাঁর পরবর্তী ছবি 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আমার পরবর্তী ছবি 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' সত্য়িই হৃদয়ের খুব কাছের একটা ছবি ৷ আশা করি যেভাবে এই গল্প আমাকে এবং আমার দলকে প্রভাবিত করেছে, ঠিক সেভাবেই প্রত্যেক ভারতীয়ের মনেও অনুরণিত হবে ৷...একজন মা এবং একজন অভিনেত্রী হিসাবে আমার কাছে এটি এমন একটি গল্প যা বলা দরকার ৷ "

ABOUT THE AUTHOR

...view details