হায়দরাবাদ, 23 মার্চ :জম্মু কাশ্মীরে বৈষ্ণদেবীর পবিত্র গুহা দর্শনের মধ্য দিয়ে নিজের 35তম জন্মদিন উদযাপন করলেন বলি সুন্দরী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut Visits Vaishno Devi on Her Birthday) ৷ তাঁর এই বৈষ্ণদেবী দর্শনের বেশকিছু ছবিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷ এই যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন তাঁর দিদি রঙ্গোলী চান্ডেলও ৷
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এদিন কঙ্গনা লেখেন, "আজ আমার জন্মদিন উপলক্ষ্যে ভগবতী শ্রী বৈষ্ণোদেবীজির দর্শণ করলাম ৷ এই বছরের তার সঙ্গে সঙ্গে আমার বাবা-মায়ের আশীর্বাদের অপেক্ষা করে আছি ৷ আপনাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ ৷" এদিন ক্যামেরায় একেবারে ট্রাডিশনাল সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী ৷