হায়দরাবাদ, 25 অগস্ট : 11তম বিবাহবার্ষিকীতেই (Wedding Anniversary) আবার বিয়ে করলেন অভিনেতা-রাজনীতিক প্রকাশ রাজ (Prakash Raj)৷ না, অন্য কারওকে নয় ৷ নিজের স্ত্রী পোনি ভার্মাকে (Pony Verma) ফের বিয়ে করলেন তিনি ৷ এই বিশেষ দিনের সেলিব্রেশনে তাঁদের পাশে ছিলেন ভালবাসার মানুষজন ৷ সেই সেলিব্রেশনের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রকাশ ৷
টুইটারে বিবাহবার্ষিকী পালনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ৷ আর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন স্ত্রীর হাত ধরে কোমর দোলানোর ভিডিয়ো ৷ তবে এই বয়সে এসে আবার কেন বিয়ে করার ভাবনা তাঁর মাথায় এল ? 56 বছরের অভিনেতা তারও জবাব দিয়েছেন ছবির ক্যাপশনে ৷ তিনি লিখেছেন, "আজ রাতে আমরা আবার বিয়ে করেছি...কারণ আমাদের ছেলে বেদান্ত (Vedhant) তাঁর পরিবারের এই সুন্দর মুহূর্তটা দেখতে চেয়েছিল ৷"
আরও পড়ুন:Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু
ছবিতে বেদান্ত ছাড়াও দেখা গিয়েছে প্রকাশের দুই কন্যাকে ৷ প্রকাশ রাজ ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী ললিতার কুমারির (Lalitha Kumari) দুই সন্তান মেঘনা ও পূজা ৷ 2009 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ৷ এরপর 2010 সালে পোনি ভার্মার সঙ্গে বিয়ে করেন প্রকাশ ৷