কলকাতা, 13 সেপ্টেম্বর : 31/এ, দেবেন্দ্র ঘোষ রোড, ভবানীপুর, কলকাতা - 24 । পরিত্যক্ত প্রায় একটা বাড়ি কীভাবে ছবির সেট হয়ে ওঠে এই ঠিকানায় না গেলে জানা যেত না । শ্যুটিং চলছে 'ক্লাউন' (Clown)-এর ৷
বহু পুরনো একটি বাড়ি । খসে পড়ছে সিমেন্ট । সেট সংলগ্ন জায়গায় আবার বসবাসও করেন অনেকে । ছোট্ট একটা ঘর । দৃশ্যের প্রয়োজনে চারিদিক অন্ধকার । সেখানেই শটের অপেক্ষায় বসে আছেন অভিনেতা ওম সাহানি (Om Sahani) এবং অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। কোথায় দেখানো হবে ছবিটি ? প্রেক্ষাগৃহে নাকি ওটিটিতে ? সেটা সময় এবং পরিস্থিতি জানান দেবে । আপাতত শুটিংয়ের কাজে টিমকে নিয়ে বেজায় ব্যস্ত পরিচালক ঋক চট্টোপাধ্যায় ।
শুটিং হচ্ছে কলকাতাতেই । নারায়ণী স্টুডিয়ো এবং কিছু রিয়েল লোকেশনে ৷ সেই রিয়েল লোকেশনেই সে দিন পৌঁছে গিয়ে জানা যায়, ক্লাউন অর্থাৎ এক ভাঁড়ের চরিত্রে ধরা দেবেন ওম সাহানি । ওমকে দেখা গেল জোকারের লুকে । তবে তাঁর লুক এখনই প্রকাশ্যে আনতে নারাজ প্রযোজনা সংস্থা । তাই ছবি মেলেনি । তাঁকে কোনও বক্তব্যও পেশ করতেও দেওয়া হয়নি ।
আরও পড়ুন: Kathakali Chakraborty: ব্যোমকেশ হন আবির, আর আমি সত্যবতী : স্বপ্ন 'কাঞ্চি'র কথাকলির
প্রত্যেকের জীবনেই আলো এবং অন্ধকার দু‘টি দিক থাকে । কিন্তু সবাই আলোকেই ভালবাসে, আঁকড়ে ধরতে চায় । নিজেদের সঙ্গে অন্ধকারের কোনও ঘটনা ঘটলে প্রতিবাদ করে । কিন্তু একটা সময়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন সবাই কী করে ? সেটাই দেখানো হবে এই ছবিতে । ছবির কেন্দ্রে একজন ভাঁড় । সে জোকার সাজে । কেন সাজে ? সমাজের বুকে ঘটে চলা কিছু ঘৃণ্য অন্যায়ের প্রতিবাদ জানাতে । জোকারের সাজই হয়ে ওঠে তাঁর প্রতিবাদের ভাষা । তাঁর চোখের সামনেই তাঁর বোনকে ধর্ষণ করা হয় । তাঁর মায়ের প্রতি অবিচার করা হয় । সমাজের চোখে গল্পের নায়ক এখন জারজ সন্তান । এই তকমা ঘোঁচাতে নায়ক কী কী করে, সেটা দেখতে হলে অপেক্ষাই কাম্য ।