কলকাতা : সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটি ছবি তৈরি করেছেন পরিচালক সপ্তাশ্ব বসু । যার নাম 'প্রতিদ্বন্দ্বী'। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকে । সম্প্রতি মুক্তি পেয়েছে রহস্যে মোড়া ছবির টিজ়ার ।
'প্রতিদ্বন্দ্বী' একটি ক্রাইম থ্রিলার । পরপর কলকাতায় কিছু অপরাধ ঘটে যায় । এক চিকিৎসকের (শাশ্বত চট্টোপাধ্যায়) ছেলেকে স্কুল থেকে কেউ অপহরণ করে । এরপর ছেলেটিকে খুঁজে বের করার দায়িদ্ব পড়ে প্রাইভেট গোয়েন্দা সিদ্ধার্থ ও তার দলের উপর । তারপর তদন্তে নেমে তারা জানতে জানতে পারে এক অঙ্কের শিক্ষক (রুদ্রনীল ঘোষ) ছেলেটির অপহরণের সঙ্গে জড়িত রয়েছে । ব্যক্তিগত বিদ্বেষের কারণেই চিকিৎসকের ছেলেকে অপহরণ করে সে । এভাবেই গল্পের মধ্যে ঢুকে পড়ে টুইস্ট ।