পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্যামেরায় ধরা দিলেন নুসরত-নিখিল, ধন্যবাদ জানালেন মিমি

শহরের সব আলো যেন আজ নুসরত-নিখিলের বিয়ের রিসেপশনে। বিলাসবহুল হোটেলের ঝলমলে রিসেপশনে মোহময়ী রূপে ধরা দিলেন নুসরত। রাজকীয় স্টাইলে সঙ্গে তখন স্বামী নিখিল জৈন।

নুসরতের বিয়ে

By

Published : Jul 4, 2019, 9:09 PM IST

কলকাতা : টলিউড ইন্ডাস্ট্রি ও কলকাতায় থাকা অন্য়ান্য প্রিয়জনদের জন্য কলকাতায় বিয়ের রিসেপশন অর্গানাইজ় করেছেন নুসরত জাহান ও নিখিল জৈন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্য়মন্ত্রী বেরিয়ে যাওয়ার পর ক্যামেরার সামনে ধরা দিলেন নবদম্পতি নুসরত ও নিখিল। কথা বললেন মিমি চক্রবর্তীও।

নুসরত বললেন, "তুরস্কে আমরা একটা জিনিসই অর্গানাইজ় করতে পারিনি, সেটা হল কলকাতার খাওয়াদাওয়া। এখানে সেটা করেছি আমরা। আর আমার বিয়েতে মিষ্টিটা অপরিহার্য। তাই সেটাও থাকছে।"

শুনে নিন নুসরতের বক্তব্য

নুসরতের বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর প্রিয় বান্ধবী ও আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে তিনি এই বিয়েতে ঠিক গেস্ট হিসেবে আসেননি। বরং তিনিই অন্যান্য অতিথিদের আপ্যায়ন করে ভিতরে নিয়ে যাচ্ছেন। মিমি বললেন...

ভিডিয়োতে রইল মিমির বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details