কলকাতা, 15 জুলাই : তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে টক অফ দ্য টাউন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ সেই যে গুঞ্জন শুরু হয়েছে তা এখনও চলছে ৷ নুসরতের সন্তানের বাবা কে ? তাঁর লিভ ইন পার্টনার নিখিল জৈন ? নাকি বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত ? যত দিন গিয়েছে, এই কৌতূহল তত বেড়েছে ৷ এই নিয়ে মৌন থাকার পথই বেছে নিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তা সত্ত্বেও এখনও সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও পোস্ট করলে এই প্রশ্নে জর্জরিত করা হয় অভিনেত্রীকে ৷ বারবার টেনে আনা হয় তাঁর বিয়ে ও লিভ ইন নিয়ে বিতর্কের অধ্যায় ৷ এ বার সব সমালোচনার জবাবে মুখ খুললেন বসিরহাটের সাংসদ ৷ রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি নাগরিকদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানালেন ৷
কী বলেছেন নুসরত ?
সন্তানসম্ভবা হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে যতই কাদা ছোড়াছুড়ি হোক, সে সবে কান না-দিয়ে মাতৃত্বকে উপভোগ করছেন নুসরত জাহান ৷ সোশ্যাল মিডিয়ায় কখনও শ্যুটিং-এর ছবি, কখনও বাগান পরিচর্যার ছবি আবার কখনও বুদ্ধের বাণী পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে এ বার তিনি স্পষ্ট বার্তা দিলেন নিন্দুকদের ৷ আজ সকালে ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, চোখে কালো চশমা পরে তাঁর সাধের বাগানে সময় কাটাচ্ছেন অভিনেত্রী ৷ তাঁর চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের জেল্লা ৷ তবে সেই পোস্টে সমাজের নীতি পুলিশদের কিছু উপদেশও দিয়েছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "মানুষকে সার ছুড়ে দিচ্ছি...যাতে তাঁরা বড় হতে পারেন ৷" হ্যাশট্যাগে নুসরত লিখেছেন ওয়াইস ওয়ার্ডস অফ দ্য ডে ৷
আরও পড়ুন:সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার