পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রবিবার সকালে বাড়ির বাগানে নুসরত - নুসরত জাহানের খবর

রবিবার সকালটা বাড়ির ছোটো বাগানেই কাটালেন নুসরত জাহান । কোনও মেকআপ ছাড়া নাইট সুট পরে কিছু ছবি দিলেন অভিনেত্রী ।

Nusrat Jahan sunkissed photo
Nusrat Jahan sunkissed photo

By

Published : Nov 29, 2020, 11:46 AM IST

কলকাতা : সোশাল মিডিয়া ঢেকেছে চূড়ান্ত নেগেটিভিটিতে । বিশেষ করে সেলেব্রিটিদের ছবিতে নেগেটিভ কমেন্ট করা, ট্রোল করা, নোংরা কথা বলা তো লেগেই থাকে । তবে নুসরতের সাম্প্রতিক ছবি মন কেড়ে নিল নেটিজেনদের ।

রবিবার সকালে বাড়ির ছোটো বাগানে অভিনেত্রী-সাংসদ । কোনও মেকআপ নেই, নেই কোনও জমকালো পোশাক । একেবারে সাদামাটা নাইট সুট আর চশমা পরে ক্যামেরায় ধরা দিলেন নুসরত ।

শীতের মিঠে রোদ এসে পড়ছে তাঁর শরীরে । গাছের সবুজ পাতাগুলোও যেন জানান দিচ্ছে তাদের অস্তিত্ব । ছবিটি শেয়ার করে নুসরত লিখেছেন, "হ্যালো সানশাইন !!!"

প্রিয় বন্ধুর এই ছবি দেখে মন্তব্য না করে থাকতে পারেননি মিমি চক্রবর্তী । তিনি লিখেছেন, "তোমায় আর তোমার এই বাগানটাকে খুব ভালোবাসি ।" উত্তরে নুসরত লিখেছেন, "আই লাভ ইউ টু..."

দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details