কলকাতা : মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ কড়া কথা বলেন নুসরত । তবে সরাসরি নয়, নুসরতের নিজস্ব স্টাইলে । অত্যন্ত বুদ্ধি খাটিয়ে পাঠকের মনে জায়গা করে নেন তিনি ।
প্রত্যেকদিন অভিনেত্রীকে নিয়ে হাজার হাজার মানুষ ট্রোল করেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করেন । তবে সেসবে যে নুসরত পাত্তা দেন না, তা তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝিয়ে দেন নিজের সোশাল মিডিয়া পোস্টে ।