কলকাতা : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নুসরত জাহান । কীভাবে কাটছে তাঁর লকডাউন ডে'স, তা প্রতিমুহূর্তে ফ্যানেদের সঙ্গে শেয়ার করছেন তিনি । সাম্প্রতিক পোস্টে একেবারে বোল্ড অবতারে দেখা গেল তাঁকে । সোশাল মিডিয়ায় ঝড় তুললেন নুসরত ।
বোল্ড অ্যান্ড বিউটিফুল নুসরত ফোটোশুট করলেন আত্মবিশ্বাসে ভর করে । তাঁর নো-মেকআপ লুক, খোলা চুল, আর দৃঢ় দৃষ্টিতে একেবারে মাত নেটিজেনরা ।