পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন মিউজ়িক ভিডিয়োতে লাস্যময়ী নুসরত - নুসরত জাহানের খবর

সোশাল মিডিয়ায় ফের ঝড় তুললেন নুসরত জাহান । মিউজ়িক ভিডিয়োতে প্রকাশ পেল তাঁর লাস্যময়ী রূপ ।

nusrat jahan social media
nusrat jahan social media

By

Published : Dec 19, 2020, 5:14 PM IST

কলকাতা : ক্ষত, তোমার মধ্যে যত ক্ষত আছে আমায় দেখাও...ব়্যাচেল প্ল্যাটেনের গাওয়া সেই বিখ্যাত গান 'স্ট্যান্ড বাই ইউ'-এর লাইন এটি । ব়্যাচেলের এই গানেই লাস্যময়ী রূপে ধরা দিলেন নুসরত জাহান ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত । গানের কথাগুলো যেমন গভীর, ঠিক ততটাই গভীর নুসরতের অভিব্যক্তি । এলোমেলো চুল আর হালকা মেকআপে যেন প্রকৃতির মধ্যে মিশে গেছেন অভিনেত্রী ।

ভিডিয়োটি শেয়ার করে এক মন ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছেন নুসরত । লিখেছেন, "নিজের খুশি খুঁজে নাও । যদি তুমি সুখী হতে চাও, তাহলে হও..." ।

নুসরতের এই ভিডিয়োর নিচে কমেন্ট বক্সে মিমি চক্রবর্তী আর যশ দাশগুপ্ত মন খুলে খুনসুটি করেছেন । তাঁদের খুনসুটিতে যোগ দিয়েছেন নুসরতও । ফিলোজ়ফিকাল ভাষায় লিখেছেন, "স্বর্গ আসলে একটা মিথ, নরকই আসল..."

তবে কোন পরিপ্রেক্ষিতে একথা লিখেছেন নুসরত ? তার জন্য দেখতে হবে তাঁর পোস্টটি..

ABOUT THE AUTHOR

...view details