পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তুমি নাক ডাকলেও তোমায় ভালোবাসব", নিখিলের উদ্দেশ্যে নুসরত - নিখিল জৈন

বিয়ে হয়েছে হালেই। এখনও বিয়ের রেশ কাটেনি নুসরত-নিখিলের। নুসরতের সোশাল মিডিয়া পোস্টেও নিখিলের ছবির ছড়াছড়ি। আর আজ নিখিলের উদ্দেশ্যে খুব অনুভূতিপ্রবণ কয়েকটি লাইন লিখলেন নুসরত। অনুভূতির সঙ্গে ছিল খুনসুঁটিও।

নুসরত জাহান

By

Published : Jul 23, 2019, 9:34 PM IST

কলকাতা : নিজেদের একটি কোজ়ি ছবি শেয়ার করেছেন নুসরত। ছবিটি সাদা-কালো হলেও সেখানে রঙের কোনও অভাব নেই যেন।

ক্যাপশনে নুসরত লিখেছেন, "তোমায় ভালোবাসব বলে শপথ নিয়েছি। তুমি নাক ডাকলেও বাসব..." লিখে একটি মজার ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

তিনি আরও লিখেছেন, "আমার যখন খিদের চোটে রাগ হয়ে যায়, তখনও আমি তোমায় ভালোবাসি, প্রতিটা দিন তোমার স্ত্রী হয়ে আমি তোমায় ভালোবাসি।"

শুধু এটুকুই নয়, নুসরত আবারও মজা করে লিখেছেন, "আমি বুঝতে পারি যে, আমার স্বামী একজন দারুণ স্ত্রী পেয়েছে।"

দেখে নিন নুসরতের সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details