কলকাতা : নিজেদের একটি কোজ়ি ছবি শেয়ার করেছেন নুসরত। ছবিটি সাদা-কালো হলেও সেখানে রঙের কোনও অভাব নেই যেন।
ক্যাপশনে নুসরত লিখেছেন, "তোমায় ভালোবাসব বলে শপথ নিয়েছি। তুমি নাক ডাকলেও বাসব..." লিখে একটি মজার ইমোজি দিয়েছেন অভিনেত্রী।
কলকাতা : নিজেদের একটি কোজ়ি ছবি শেয়ার করেছেন নুসরত। ছবিটি সাদা-কালো হলেও সেখানে রঙের কোনও অভাব নেই যেন।
ক্যাপশনে নুসরত লিখেছেন, "তোমায় ভালোবাসব বলে শপথ নিয়েছি। তুমি নাক ডাকলেও বাসব..." লিখে একটি মজার ইমোজি দিয়েছেন অভিনেত্রী।
তিনি আরও লিখেছেন, "আমার যখন খিদের চোটে রাগ হয়ে যায়, তখনও আমি তোমায় ভালোবাসি, প্রতিটা দিন তোমার স্ত্রী হয়ে আমি তোমায় ভালোবাসি।"
শুধু এটুকুই নয়, নুসরত আবারও মজা করে লিখেছেন, "আমি বুঝতে পারি যে, আমার স্বামী একজন দারুণ স্ত্রী পেয়েছে।"
দেখে নিন নুসরতের সেই পোস্ট...