কলকাতা, 26 অগস্ট:মা হলেন নুসরত জাহান ৷ পুত্র সন্তানের জন্ম দিলেন সাংসদ-অভিনেত্রী ৷ আজ দুপুর 12.30টা নাগাদ তিনি সন্তানের জন্ম দেন ৷ মা ও সন্তান দু‘জনেই ভালো আছেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা ৷ হাসপাতালে নুসরত ও তাঁর সঙ্গী যশ দাশগুপ্তের (Yash Dasgupta) পরিবারের লোকজন উপস্থিত আছেন ৷
অবশেষে এসেই গেল সেই মাহেন্দ্রক্ষণ ৷ দীর্ঘদিনের জল্পনার অবসান হল ৷ মা হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ৷ তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে ৷ সন্তানধারণের সময় থেকে প্রসব পর্যন্ত আগাগোড়া অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত ৷ তিনি বা নুসরত কখনও এ বিষয়ে নিজেরা কিছু জানাননি ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের কাছাকাছি থাকার ইঙ্গিত মিলেছে ৷ ক্যামেরায় বন্দি হয়েছে তাঁদের একসঙ্গে ভাল সময় কাটানোর মুহূর্ত ৷ দিনকয়েক আগেও যশের হাত ধরেই রেস্তোরাঁয় নৈশভোজ খেতে যেতে দেখা গিয়েছে নুসরত জাহানকে ৷ বুধবার পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালেও তাঁকে নিয়ে যান যশ ৷ আজও সকাল থেকে তিনি হাসপাতালেই ছিলেন ৷ শুধু যশই নন, তাঁর পরিবারের লোকজনও নুসরতের জীবনের এই বিশেষ দিনে হাসপাতালে উপস্থিত থেকে তাঁকে সাহস জোগান ৷
আরও পড়ুন:নুসরত সন্তানসম্ভবা ? বাবা হতে চলেছেন যশ ?
নুসরত মা হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহচরী অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ তিনি শ্যুটিং-এর কাজে রাজ্যের বাইরে থাকলেও ফোনে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুকে ৷ এ ছাড়াও টলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও অভিনন্দন জানিয়েছেন নুসরত জাহানকে ৷
গত জুন মাসের শুরুর দিকে প্রথম ভেসে আসে নুসরত জাহানের সন্তানসম্ভবা হওয়ার খবর ৷ তবে কোনওদিন তা নিজে মুখে স্বীকার করেননি তিনি ৷ তাঁর দুই ঘনিষ্ঠ বান্ধবী তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে একসঙ্গে সময় কাটানোর ছবিতে প্রকাশ্যে আসে নুসরতের বেবি বাম্প ৷ নিশ্চিত হয় তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর ৷ এরই মাঝে তিনি আবার বিবৃতি দিয়ে জানিয়ে দেন, তিনি নিখিল জৈনকে বিয়েই করেননি ৷ তাঁরা কেবলমাত্র লিভ-ইন করেছেন ৷ নুসরতের সন্তানের বাবা তাহলে নিখিল নাকি যশ ? এই নিয়ে শোরগোল পড়ে যায় নেটমাধ্যমে ৷