পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাজ্যের এই পরিস্থিতিতে নুসরতের TikTok ভিডিয়ো, সমালোচনা নেটিজেনদের - নুসরত জাহানের খবর

সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকেরই পছন্দের প্ল্যাটফর্ম TikTok।

Nusrat Jahan gets trolled
Nusrat Jahan gets trolled

By

Published : Dec 16, 2019, 10:11 AM IST

কলকাতা : এখন রাজ্যের পরিস্থিতি টালমাটাল। CAA-এর প্রতিবাদে চারপাশ উত্তাল, কোথাও বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট কানেকশন তো কোথাও দাউ দাউ করে জ্বলছে ট্রেন। তারই মধ্যে সামনে এল নুসরতের একটি TikTok ভিডিয়ো।

'ইয়াদ পিয়া কি আনে লগি' গানের সুরে নাচলেন অভিনেত্রী। কিন্তু, রাজ্যের এই অবস্থার মধ্যে তাঁর এই ভিডিয়ো নিয়ে সমালোচনা হল অনেক। শুধুমাত্র সাংসদ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তিনি কী করে এই পরিস্থিতিকে উপেক্ষা করলেন সেই নিয়ে উঠল প্রশ্ন।

সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া

তবে এই ভিডিয়ো নুসরত নিজে শেয়ার করেননি। শেয়ার করা হয়েছে তাঁর এক ফ্যানপেজ থেকে।

এই প্রথমবার নয়, নুসরতকে বিভিন্ন সময়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে সাংসদ হওয়ার পর তাঁর ছোটোখাটো আচরণ মনিটর করেন নেটিজেনরা। কিন্তু, প্রতি ক্ষেত্রেই যোগ্য জবাব দিয়ে এসেছেন নুসরত।

কেউ কেউ তাঁর এই ভিডিয়োর সমালোচনা করলেও, বেশিরভাগ মানুষই প্রশংসা করেছেন বং বিউটির। আপাতত নুসরত ব্যস্ত পাভেল পরিচালিত 'অসুর' ছবিটি নিয়ে। বিয়ের পর এটিই তাঁর প্রথম ছবি হতে চলেছে।

ABOUT THE AUTHOR

...view details