কলকাতা : দিনে দিনে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এর মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার । গড়ে তোলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড । ইতিমধ্যেই সেই ফান্ডে দান করেছেন তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ । এবার সেই পথে হাঁটলেন সাংসদ নুসরত জাহান । নিজের সাংসদ তহবিল থেকে 30 লাখ টাকা এবং নিজের একমাসের বেতন অনুদান হিসেবে দিলেন তিনি ।
তাঁর এই অনুদান বসিরহাট লোকসভার অন্তর্গত হাসপাতালগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড তৈরির জন্য ব্যবহার করা হবে । শুধু তাই নয়, সেখানকার বাসিন্দারা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায় তা নিশ্চিত করতে এবং কোরোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনতে এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে ।