পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ত্রাণ তহবিলে এক মাসের বেতন ও 30 লাখ টাকা দিলেন নুসরত - corona scare

কোরোনা সংক্রমণ মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার । গড়ে তোলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড । সেই ফান্ডে নিজের সাংসদ তহবিল থেকে 30 লাখ টাকা এবং নিজের একমাসের বেতন অনুদান হিসেবে দিলেন সাংসদ নুসরত জাহান ।

df
fd

By

Published : Mar 29, 2020, 5:53 PM IST

কলকাতা : দিনে দিনে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এর মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার । গড়ে তোলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড । ইতিমধ্যেই সেই ফান্ডে দান করেছেন তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ । এবার সেই পথে হাঁটলেন সাংসদ নুসরত জাহান । নিজের সাংসদ তহবিল থেকে 30 লাখ টাকা এবং নিজের একমাসের বেতন অনুদান হিসেবে দিলেন তিনি ।

তাঁর এই অনুদান বসিরহাট লোকসভার অন্তর্গত হাসপাতালগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড তৈরির জন্য ব্যবহার করা হবে । শুধু তাই নয়, সেখানকার বাসিন্দারা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায় তা নিশ্চিত করতে এবং কোরোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনতে এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে ।

কয়েকদিন আগে ঘাটালবাসীর জন্য তাঁর সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দিয়েছিলেন দেব । এছাড়াও তৃণমূলের একাধিক বিধায়ক-সাংসদও অনুদান দিয়েছেন ।

ইতিমধ্যেই ওয়েস্টবেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে এক মাসের বেতন দেওয়ার জন্য দলের বিধায়কদের নির্দেশ দিয়েছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । একই পথে হেঁটে কলকাতা পৌরনিগমের কাউন্সিলরদেরও 10 হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

ABOUT THE AUTHOR

...view details