পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুভ জন্মদিন নুসরত - nusrat jahan

1990 সালের 8 জানুয়ারি জন্মগ্রহণ করেন নুসরত জাহান । আজ 30 বছরে পা দিলেন তিনি ।

dgf
gf

By

Published : Jan 8, 2020, 3:11 PM IST

কলকাতা : খুব কম বয়সেই জীবনে অনেক সাফল্য পেয়েছেন অভিনেত্রী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহান । গতবছর সাংসদ হওয়ার পরই বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনকে । আজ 30 বছরে পা দিলেন তিনি । জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

সদ্য মুক্তি পেয়েছে নুসরত অভিনীত 'অসুর' ছবিটি । বক্স অফিসে ভালোই ব্যবসা করছে এই ছবি । কিন্তু, 30 বছরের জন্মদিন ঠিক কীভাবে কাটাবেন নুসরত ?

সেলিব্রেশন শুরু হয়েছে গতকাল রাত থেকেই । কেক কেটেছেন স্বামী নিখিল জৈন ও বন্ধুদের উপস্থিতিতে । তারপর আজ সকালে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নিখিল তাঁকে নিয়ে বেরিয়ে পড়েন দু'জনে নিভৃতে সময় কাটাবেন বলে ।

গতকাল রাতের কেক কাটার একটি ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন নুসরত ।

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত

ABOUT THE AUTHOR

...view details