পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শাঁখা-সিঁদুর পরে দক্ষিণেশ্বর মন্দিরে নুসরত, সঙ্গে যশ ও মদন মিত্র - দক্ষিণেশ্বর মন্দিরে নুসরত

হাতে শাঁখা-পলা, মাথায় সিঁদুর ও পরনে সবুজ-গোলাপি শাড়িতে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা গেল নুসরতকে । অন্যদিকে যশের পরনে ছিল টি শার্ট ও জিন্স । আর তার সঙ্গে মানানসই টুপি । আর সেখানে তাঁদের সঙ্গে দেখা যায় তৃণমূল নেতা মদন মিত্রকে । মন্দিরের মধ্যে খোশ মেজাজে মদনবাবুর সঙ্গে গল্প করতে দেখা যায় নুরসতকে ।

asd
asd

By

Published : Jan 13, 2021, 2:29 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : যশ দাশগুপ্তের সঙ্গে নাকি প্রেম করছেন নুসরত জাহান । টলিপাড়ায় কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে । শোনা যাচ্ছে, নিখিল জৈনের সঙ্গে নাকি অনেকটা নুসরতের দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে । আর এর মধ্যেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে ফের একসঙ্গে দেখা গেল নুসরত ও যশকে ।

হাতে শাঁখা-পলা, মাথায় সিঁদুর ও পরনে সবুজ-গোলাপি শাড়িতে দেখা গেল নুসরতকে । অন্যদিকে যশের পরনে ছিল টি শার্ট ও জিন্স । আর তার সঙ্গে মানানসই টুপি । আর সেখানে তাঁদের সঙ্গে দেখা যায় তৃণমূল নেতা মদন মিত্রকে । মন্দিরের মধ্যে খোশ মেজাজে মদনবাবুর সঙ্গে গল্প করতে দেখা যায় নুরসতকে । আবার যশের সঙ্গে তাঁকে পরিচয়ও করিয়ে দেন তিনি ।

কয়েকদিন ধরেই নিখিল ও নুসরতের বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে উত্তাল হয়ে রয়েছে টলিউড । সূত্রের খবর, এখন নাকি আলদা বাড়িতেই থাকেন তাঁরা । এমনকী, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করতেও দেখা গিয়েছে তাঁদের । আর সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল নুসরত ও যশের রাজস্থান ট্রিপ । গত বছর শেষের দিকে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন তাঁরা । সেখানে আজমেঢ় শরিফ দরগায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে হঠাৎ শুটিং ছাড়া যশের সঙ্গে কেন রাজস্থানে ঘুরতে গেলেন তিনি ? তাহলে কি নিখিলের সঙ্গে সত্যিই নুসরতের সম্পর্ক ভাঙতে চলেছে ? যদিও সেই প্রশ্নের কোনও পরিষ্কার কোনও উত্তর দেননি নুসরত । বরং ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চান না বলেই জানিয়ে দিয়েছেন । যদিও সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন তিনি ।

আরও পড়ুুন : যশের সঙ্গে আজমেঢ় শরিফ দরগায় নুসরত

এরই মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় যশ ও নুসরতের দক্ষিণশ্বরে যাওয়ার ভিডিয়ো । যশের একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিয়ো শেয়ার করা হয় । সেখান থেকেই জানা গিয়েছে, যে ডিসেম্বরে রাজস্থানে যাওয়ার আগেই তাঁরা দক্ষিণশ্বরে পুজো দিতে গিয়ে গিয়েছিলেন । আর ভিডিয়ো সেখানে তাঁদের সঙ্গে দেখা গিয়েছে মদন মিত্রকে । যদিও আগে থেকেই তিনি সেখানে ছিলেন নাকি তাঁদের সঙ্গে সেখানে গিয়েছিলেন তা অবশ্য স্পষ্ট নয় । এমনকী, মদনবাবুর সঙ্গে নুসরতের কী কথা হয়েছে তাও জানা যায়নি । কারণ ভিডিয়োতে কথা সরিয়ে গান লাগানো হয়েছে । তবে নুসরত ও নিখিলের বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝে এই ভিডিয়োকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অনুরাগীরা ।

ABOUT THE AUTHOR

...view details