কলকাতা : প্রকাশ্যে এল নুসরত জাহান ও আবির চ্যাটার্জি অভিনীত ছবি 'ডিকশনারি'-র পোস্টার । ইনস্টাগ্রামে এই পোস্টার শেয়ার করেন নুসরত ।
পোস্টারে নুসরত, আবির ও বাংলাদেশের শিল্পী মোশারফ করিমকে তুলে ধরা হয়েছে । পোস্টার শেয়ার করে নুসরত লেখেন, "আমার পরবর্তী #ডিকশনারি । সম্পর্কের অজানা অভিধান...অবশেষে ছবির পোস্টার প্রকাশ্যে এল..."।
কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবিতে নুসরত, আবির ও মোশারফের ফার্স্টলুক । 'অসুর'-এর পর ফের এই ছবিতে অনস্ক্রিন স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন নুসরত ও আবির । ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু ।
পুরুলিয়ায় বন বিভাগ আধিকারিকের চরিত্রে দেখা যাবে আবিরকে । তাঁর চরিত্রের নাম অশোক । আর নুসরতের চরিত্রের নাম স্মিতা সান্যাল । অন্যদিকে, মোশারফের চরিত্রের নাম মকরক্রান্তি চ্যাটার্জি । পেশায় একটি রিয়েল এস্টেট কম্পানির মালিক সে । কিন্তু, শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখে সে । এছাড়াও এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জিকে ।
বুদ্ধদেব গুহর দু’টি ছোটো গল্প 'বাবা হওয়া' ও 'স্বামী হওয়া' অবলম্বনেই তৈরি হচ্ছে 'ডিকশনারি' । কলকাতা, বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাতে এই ছবির শুটিং হয়েছে । এই ছবির মাধ্যমে প্রায় 10 বছর পর পরিচালনায় ফিরেছেন ব্রাত্য বসু । গত বছর লকডাউনের আগেই এই ছবির শুটিং শুরু হয়েছিল । তবে লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল শুটিং । এরপর সরকারি নির্দেশ পাওয়ার পরই এই ছবির শুটিং শেষ করেন কলাকুশলীরা ।