কলকাতা, 16 জুন : গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে নুসরত জাহান (Nusrat Jahan)-কে নিয়ে ৷ তিনি সন্তানসম্ভবা কি না, সেই জল্পনার অবসান হয়েছে তাঁর বেবি বাম্প প্রকাশ্যে আসার পরই ৷ তারপর চর্চা শুরু হয়েছে তাঁর সন্তানের বাবা কে, তাই নিয়ে ৷ নিখিল জৈন (Nikhil Jain) আগেই জানিয়েছেন তিনি এই সন্তানের বাবা নন ৷ কারণ দীর্ঘ সময় ধরে তিনি নুসরতের সঙ্গে থাকেন না ৷ তাহলে কি এই সন্তানের বাবা অভিনেত্রীর চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ? এই প্রশ্নেই তোলপাড় নেটমাধ্যম ৷ চলছে মিমের বন্যা ৷ সেই মিমেই এ বার নাম জড়িয়েছে অভিনেতা আবির চট্টোপাধ্য়ায়ের ৷ তাঁর ব্য়োমকেশ বক্সি চরিত্রকে টেনে ট্রোল করা হয়েছে অভিনেত্রীকে ৷
দিনকয়েক আগেই ব্রাত্য বসুর ডিকশনারি ছবিতে একসঙ্গে দেখা হিয়েছে আবির ও নুসরতকে ৷ সেই ছবিরই একটি দৃশ্যকে মিমে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ সেই ছবিতে আবিরের ছবির পাশে লেখা আছে, "বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি ?" আর নুসরতের পাশে লেখা, "আমার বাচ্চার আসল বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশবাবু ?" এই মিম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকেই এটি নিয়ে রসিকতায় মজেছেন ৷ আবার অনেকে এমন কুরুচিকর মিম ছড়ানোর বিরুদ্ধে সরব হয়েছেন ৷
আরও পড়ুন:"বীজটা কার? কবে রোপণ করা হল ?" ট্রোলের শিকার নুসরত
নুসরত কোনও পোস্ট করলেই, সেখানেও তাঁকে ট্রোলের শিকার হতে হচ্ছে ৷ আজ সকালে নিজের ইনস্টাগ্রামের পাতায় তাঁর একটি সাদামাটা পুরনো ছবি পোস্ট করেন নুসরত জাহান ৷ হাল্কা রঙের সাধারণ পোশাকেও তিনি সেখানে যথারীতি মোহময়ী ৷ মেকআপ বর্জিত খোলা চুলের মুখ জ্বলজ্বল করছে সূর্যকিরণে ৷ পোস্টটির ক্যাপশনে নুসরত লিখেছেন, "আনন্দ, আশা ও ভালবাসার বীজ বপন করো ৷" এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে ৷ বিশেষ নজর টানে তাঁর লেখা ক্যাপশন ৷ একে অনেকেই ইঙ্গিতবাহী বলে মনে করতে শুরু করেছেন ৷ অনেকে আবার খুঁজে বের করেছেন অর অন্য অর্থ ৷ এক নেটিজেনের প্রশ্ন, "বীজটা কার? কবে রোপণ করা হল ? সারা বিশ্ব এটা জানতে চায় ৷" আর একজনের প্রশ্ন, "কে তোমায় গর্ভবতী করল ? যশ দাশগুপ্ত ?" নিখিল জৈনের কথা টেনে একজন আবার লিখেছেন, "তুমি নিজের স্বামীকে বর্বাদ করে দিয়েছো ৷ সব টাকা নিজে গিলে ফেলেছো ৷"
আরও পড়ুন:নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত
দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছে নুসরত জাহানের বেবি বাম্পের ছবি ৷ সন্তানের প্রসঙ্গে কিছু না বললেও, নুসরত বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি ৷ তিনি জানান, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷ সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ দীর্ঘদিন হল আমরা আলাদা আছি ৷ তবে এ নিয়ে কখনও কিছু বলিনি, কারণ আমার ব্যক্তিগত জীবন নিজের কাছেই রাখতে চেয়েছি ৷ তাই আমার সঙ্গে জড়িত কেউ বা কোনও সংবাদমাধ্যম এই সেপারেশনের ভিত্তিতে আমার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে না ৷ "