কলকাতা, 16 জুন : গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে নুসরত জাহান (Nusrat Jahan) ৷ তিনি সন্তানসম্ভবা কি না, সেই জল্পনার অবসান হয়েছে তাঁর বেবি বাম্প প্রকাশ্যে আসার পরই ৷ তারপর চর্চা শুরু হয়েছে তাঁর সন্তানের বাবা কে, তাই নিয়ে ৷ নিখিল জৈন (Nikhil Jain) আগেই জানিয়ে দিয়েছেন যে, তিনি এই সন্তানের বাবা নন ৷ কারণ 6 মাসেরও বেশি সময় ধরে তিনি নুসরতের সঙ্গে নেই ৷ তাহলে কি এই সন্তানের বাবা অভিনেত্রীর চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ? নুসরত অবশ্য এই নিয়ে মুখ খোলেননি ৷ তিনি চুটিয়ে তাঁর জীবনের এই আনন্দের মুহূর্তকে উপভোগ করছেন ৷ বিতর্ককে দূরে ঠেলে নিজের ছন্দেই মেতে রয়েছেন ৷ প্রায় রোজই সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরছেন তাঁর জীবনের নানা অনুষঙ্গকে ৷ অনুভূতিকে ৷ তবে বিতর্ক কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না ৷ এখনও তাঁকে নিয়ে চলছে মিমের বন্যা ৷ তিনি কোনও পোস্ট করলেই তাতে ঘুরেফিরে চলে আসছে তাঁর সন্তানের প্রসঙ্গ ৷ সেরকমই ঘটেছে তাঁর আজকের পোস্টে ৷
আরও পড়ুন:নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত
নিজের ইনস্টাগ্রামের পাতায় আজ সকালে নিজের একটি সাদামাটা পুরনো ছবি পোস্ট করেন নুসরত জাহান ৷ হাল্কা রঙের সাধারণ পোশাকেও তিনি সেখানে যথারীতি মোহময়ী ৷ মেকআপ বর্জিত খোলা চুলের মুখ জ্বলজ্বল করছে সূর্যকিরণে ৷ পোস্টটির ক্যাপশনে নুসরত লিখেছেন, "আনন্দ, আশা ও ভালবাসার বীজ বপন করো ৷" এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে ৷ বিশেষ নজর টানে তাঁর লেখা ক্যাপশন ৷ একে অনেকেই ইঙ্গিতবাহী বলে মনে করতে শুরু করেছেন ৷ অনেকে আবার খুঁজে বের করেছেন অর অন্য অর্থ ৷ এক নেটিজেনের প্রশ্ন, "বীজটা কার? কবে রোপণ করা হল ? সারা বিশ্ব এটা জানতে চায় ৷" আর একজনের প্রশ্ন, "কে তোমায় গর্ভবতী করল ? যশ দাশগুপ্ত ?" নিখিল জৈনের কথা টেনে একজন আবার লিখেছেন, "তুমি নিজের স্বামীকে বর্বাদ করে দিয়েছো ৷ সব টাকা নিজে গিলে ফেলেছো ৷"
সোশ্যালে ব্যাপক ট্রোলের শিকার হলেও কিছু মানুষ তৃণমূল সাংসদের পাশে এসে দাঁড়িয়েছেন ৷ যেমন একজন লিখেছেন, "তোমার আরও শক্তি হোক কন্যা, এটা তোমার জীবন ৷ তোমার ইচ্ছেমতো বাঁচো ৷ নিরাপদে থাকো, আনন্দে থাকো ৷" আর একজনের কথায়, "সবসময় তোমার পাশে আছি ৷" নিজের শর্তে ভালোভাবে আনন্দে থাকার পরামর্শও দিয়েছেন অনেকে ৷