কলকাতা, 9 জুন : অনেকদিন হল নিখিল জৈনের সঙ্গে থাকেন না অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) ৷ অথচ তার পরেও বেআইনিভাবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিখিল টাকা তুলেছেন বলে অভিযোগ করলেন অভিনেত্রী ৷ আপাতত তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সামাল দিলেও শিগগিরই এ ব্যাপারে তিনি পুলিশের দ্বারস্থ হবেন বলেও বিবৃতি দিয়ে দাবি করেছেন নুসরত ৷
তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে তুমুল জল্পনার মধ্যে আজ বিবৃতি দেন অভিনেত্রী ৷ সেখানেই নিখিল জৈনের নাম না করে তাঁর বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি ৷ বিবৃতিতে তিনি লিখেছেন, আমার বোন ও পরিবারের সব খরচ প্রথম দিন থেকে আমিই চালাই ৷ কারণ এটা আমার দায়িত্ব ৷ এ জন্য কারও ক্রেডিট কার্ড ব্যবহার করার কোনও প্রয়োজন আমার নেই ৷ যিনি নিজেকে ধনী বলে দাবি করেন এবং বলেন আমি তাঁকে ব্যবহার করেছি, তিনি সেপারেশনের পরও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রাত-বিরেতে বেআইনিভাবে টাকা তুলেছেন ৷ ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করেছি এবং শিগগিরই এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানাব ৷