পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিঙাড়া না পনির, নিকের পছন্দ কোনটা ? - Nick Jonas prefers paneer

সিঙাড়া ভেজে তৈরি করা হয় । সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় । তাই সিঙাড়ার থেকে পনির বেশি পছন্দ নিকের । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি ।

্িু
্ুি

By

Published : Apr 7, 2020, 10:05 AM IST

লস অ্যাঞ্জেলস : সিঙাড়া না পনির, এর মধ্যে কোন খাবারটা বেশি পছন্দ করেন অ্যামেরিকান পপ সিংগার নিক জোনাস ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে । আর সেখানেই নিজের পনির প্রীতির কথা জানান তিনি ।

অ্যামেরিকার একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন নিক । তাঁকে জিজ্ঞাসা করা হয় তিনি সিঙাড়া খেতে ভালোবাসেন কি না । এর উত্তরে তিনি বলেন, "ভালোবাসি । কিন্তু, তার থেকেও বেশি আমি পনির ভালোবাসি ।" আসলে সিঙাড়া ভেজে তৈরি করা হয় । যা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় । তাই তার থেকে বেশি পনিরটাই তাঁর পছন্দের । সাক্ষাৎকারে এই কথাও জানান তিনি ।

.

তবে শুধু প্রিয়াঙ্কা বা পনিরই নয় । আরও একটা ভারতীয় জিনিস খুবই পছন্দ করেন নিক । তা হল বলিউড ডান্স । অনেক সময়তেই বলিউডের বিভিন্ন গানের সঙ্গে নাচতে দেখা যায় নিক ও প্রিয়াঙ্কাকে ।

কোরোনা মোকাবিলায় অন্য তারকাদের মতো এগিয়ে এসেছেন প্রিয়াঙ্কা-নিকও । এই কঠিন সময় বিশ্বের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা । শুধু PM কেয়ার্স ফান্ডেই নয়, বিশ্বজুড়ে একাধিক NGO-কে অনুদান দিলেন এই তারকা দম্পতি । তার মধ্যে UNICEF-এর 'নো কিড হাঙ্গরি' প্রোজেক্ট বা 'ডক্টর্স উইদাউট বর্ডার্স'-এর মতো সমাজসেবামূলক প্রতিষ্ঠান অন্যতম ।

.

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, "সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ আমাদের সাহায্য চায় । এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা স্বল্প রোজগেরে পরিবার, আশ্রয়হীন মানুষ, ডাক্তার এবং অবশ্যই মিউজ়িক ও এন্টারটেইনমেন্ট জগতের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে । নিক আর আমি সেই সব প্রতিষ্ঠানের দিকে হাত বাড়িয়ে দিয়েছি, বাড়ানোটা প্রয়োজন ছিল । ওরা আপনাদেরও সাহায্য চায়, তাই আমরা সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। কোনও টাকাই মূল্যহীন নয়, এক ডলারের অনুদানও খুব গুরুত্বপূর্ণ । একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারি ।"

ABOUT THE AUTHOR

...view details