ওয়াশিংটন, 3 মার্চ :এখন থেকে আর কোনও রাশিয়ান কন্টেন্ট স্ট্রিমিং করবে না ওটিটি মঞ্চ নেটফ্লিক্স ৷ রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাল স্ট্রিমিং সংস্থাটি ৷ ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ করে সংস্থার তরফে জানানো হয়েছে, আগামীর সমস্ত রাশিয়ান প্রোজেক্ট স্থগিত রাখতে চলেছে তারা (Nexflix Pauses their Russian projects) ৷
প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসী আক্রমণের জেরে এই মুহূর্তে রীতিমত বেহাল দশা ইউক্রেনের ৷ ইতিমধ্য়েই একদিকে যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানির মত দেশগুলি তেমন পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংকও ৷ এবার প্রতিবাদে সরব হল বিনোদন দুনিয়াও ৷ আগামি দিনে নেটফ্লিক্সের চারটি প্রোজেক্ট করার কথা ছিল রাশিয়ায় ৷ তবে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর পুতিনের দেশের কনটেন্ট স্ট্রিমিং না করার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স ৷