মুম্বই, 14 জানুয়ারি : গতবছর বলিউডের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির একটি ছিল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের রাজকীয় বিবাহ ৷ বিয়ের পর থেকেই একাধিক ছবি ভাইরাল হয়েছে এই জুটির, যা বর্তমানে নেটিজেনদের আকর্ষণের অন্য়তম কেন্দ্রবিন্দু ৷ সম্প্রতি বিয়ের একমাস পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই স্যোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছিলেন এই নবদম্পতি ৷ আর এবার সামনে এল প্রথমবার তাঁদের একসঙ্গে লহরি উদযাপনের ছবি , ইন্দোরে অন্য়ান্য দম্পতিদের মতই লহরিতে মেতে উঠলেন ভিক্যাটও (Katrina Kaif and Vicky Kaushal celebrated their first Lohri )৷
বনফায়ারের সামনে লাল এথনিক সালোয়ার সুটে একদিকে যেমন মোহময়ী হয়ে উঠেছিলেন ক্যাটরিনা, তেমনি মানানসই পোশাকে লহরিতে মজলেন ভিকিও (Katrina Kaif-Vicky Kaushal Lohri Celebration ) ৷ এই অন্তরঙ্গ ছবি শেয়ার করে সকল ভক্ত-সমর্থকদের লহরির শুভেচ্ছাও জানিয়েছেন ভিক্যাট ৷ দু‘জনের মুখের চওড়া হাসিই প্রমাণ কতখানি রঙিন হয়ে উঠেছিল এই সন্ধ্য়া ৷