পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Web Series Chot Choti: ওয়েবে সিনেমা বানানোর গল্প বলতে আসছে 'চট চটি' - new web seris chot choti is coming soon

পরিচালক সৌম্য রায়চৌধুরীর হাত ধরে আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'চট চটি'। সিনেমা বানানোর গল্প বলবে এই সিরিজ (Soumya Roy Chowdhury Is Coming With New Web Seris Chot choti)।

Web Series Chot Choti
ওয়েবে এবার সিনেমা বানানোর গল্প

By

Published : Mar 21, 2022, 12:49 PM IST

Updated : Mar 22, 2022, 8:00 PM IST

কলকাতা, 21 মার্চ:পরিচালক সৌম্য রায়চৌধুরী বানাতে চলেছেন ওয়েব সিরিজ 'চট চটি' (Soumya Roy Chowdhury Is Coming With New Web Seris Chot choti)। এই সিরিজে উঠে আসবে সিনেমা বানানোর গল্প ৷ সিরিজের কাহিনির দিকে তাকালে জানা যায়, সিনেমা নিয়ে পড়াশুনা করে কলেজ থেকে বেরোনোর পর ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ঘোরাঘুরি শুরু করে কয়েকজন । এরপর হঠাৎই একধাক্কায় বদলে যায় তাঁদের জীবন। এক অন্য দুনিয়ায় হারিয়ে যায় তাঁরা।

পরিচালক সৌম্য রায়চৌধুরীর হাত ধরে আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'চট চটি'

ব্যাপারটা শুনতে যতটা গম্ভীর, আদতে বিষয়টা অতটা সিরিয়াস নয় । বরং অনেক বেশি মজার- এমনটাই জানিয়েছেন ছবির অন্যতম অভিনেতা প্রসূন সাহা । ঋত্বিক, অংকিতা, কান্তি, ভীষ্ম, পিঙ্কি, রানির মত কয়েকজন তরুণ-তরুণীর জীবনের অদ্ভুত গল্প উঠে এসেছে সিরিজে । এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে নারাজ 'চট চটি' টিম । তাই অপেক্ষাই কাম্য । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসূন সাহা, রিমনা দাস, রোহিনী চট্টোপাধ্যায়, অমিত সাহা, দীপক হালদার, জিত সুন্দর, সৌম্য মজুমদার, কুণাল ভৌমিক, মহম্মদ সাব্বির বেজ-সহ আরও অনেকে ।

এই সিরিজে উঠে আসবে সিনেমা বানানোর গল্প

আরও পড়ুন : তাঁকেও ঘোল খাইয়েছিলেন শ্রাবন্তী ! ফাঁস করলেন সৌরভ

সিরিজের শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ক্যামেরার দায়িত্বে রয়েছেন তুহিন । 'নেট উড এন্টারটেনমেন্ট'-এর ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই সিরিজ । উল্লেখ্য, এই প্ল্যাটফর্মের এটি প্রথম ওয়েব সিরিজ । ওদিকে অভিনেতা প্রসূন সাহার ওয়েবে এটি 12তম ওয়েব সিরিজ । দেখতে দেখতে একডজন সিরিজে কাজ করা হয়ে গেল প্রসূনের । এই ব্যাপারে আপ্লুত অভিনেতা । আরও ভাল ভাল চরিত্রের অপেক্ষায় আছেন তিনি ।

Last Updated : Mar 22, 2022, 8:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details