কলকাতা, 21 মার্চ:পরিচালক সৌম্য রায়চৌধুরী বানাতে চলেছেন ওয়েব সিরিজ 'চট চটি' (Soumya Roy Chowdhury Is Coming With New Web Seris Chot choti)। এই সিরিজে উঠে আসবে সিনেমা বানানোর গল্প ৷ সিরিজের কাহিনির দিকে তাকালে জানা যায়, সিনেমা নিয়ে পড়াশুনা করে কলেজ থেকে বেরোনোর পর ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ঘোরাঘুরি শুরু করে কয়েকজন । এরপর হঠাৎই একধাক্কায় বদলে যায় তাঁদের জীবন। এক অন্য দুনিয়ায় হারিয়ে যায় তাঁরা।
ব্যাপারটা শুনতে যতটা গম্ভীর, আদতে বিষয়টা অতটা সিরিয়াস নয় । বরং অনেক বেশি মজার- এমনটাই জানিয়েছেন ছবির অন্যতম অভিনেতা প্রসূন সাহা । ঋত্বিক, অংকিতা, কান্তি, ভীষ্ম, পিঙ্কি, রানির মত কয়েকজন তরুণ-তরুণীর জীবনের অদ্ভুত গল্প উঠে এসেছে সিরিজে । এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে নারাজ 'চট চটি' টিম । তাই অপেক্ষাই কাম্য । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসূন সাহা, রিমনা দাস, রোহিনী চট্টোপাধ্যায়, অমিত সাহা, দীপক হালদার, জিত সুন্দর, সৌম্য মজুমদার, কুণাল ভৌমিক, মহম্মদ সাব্বির বেজ-সহ আরও অনেকে ।