পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ভ্যাকসিনের গান' বাঁধলেন অনির্বাণ - new song of anirban

কোরোনা পরিস্থিতে নতুন গান বাঁধলেন অনির্বাণ ভট্টাচার্য । গানের নাম দিয়েছেন ‘ভ্যাকসিনের গান’। সম্প্রতি সোশাল মিডিয়ায় এই গান শেয়ার করেন তিনি ।

asd
asd

By

Published : Jul 13, 2020, 10:37 PM IST

কলকাতা : কোরোনা পরিস্থিতির মধ্যে চিন্তিত সবাই । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । যা নিয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগের শেষ নেই । অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন সঠিক বিধিনিষেধ মেনে । আর সেখানেই এমন অনেকেই রয়েছেন যাঁরা বিধিনিষেধের কোনও ধার ধারছেন না । ফলে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাটা । এই পরিস্থিতেই নতুন গান বাঁধলেন অনির্বাণ ভট্টাচার্য । গানের নাম দিয়েছেন ‘ভ্যাকসিনের গান’। জনসচেতনতা বাড়াতেই বন্ধুদের নিয়ে এই গানটি তৈরি করেছেন অভিনেতা । অনির্বাণের পাশাপাশি এই গানের সঙ্গে যুক্ত রয়েছেন উজান চট্টোপাধ্যায়, প্রিয়ম, দেবরাজ ভট্টাচার্য এবং শুভদীপ গুহ ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় এই গান শেয়ার করেন অনির্বাণ । এই মুহূর্তে সংক্রমণ এড়াতে কী কী করা প্রয়োজন তা এই গানের ক্যাপশনে লেখেন তিনি । লেখেনন, “গান শুনুন । হেডফোন আবশ্যিক, হাত ধুয়ে, মাস্ক পরে, বাড়িতে থেকে শুনুন । প্রয়োজনে মোবাইল এবং হেডফোন স্যানিটাইজ় করে নিন ভালো করে ।”

এছাড়া ফ্যানদের চিন্তা না করার পরামর্শও দেন তিনি । লেখেন, "চিন্তা করবেন না,আমরা ভাইরাসের চেন, যাকে শৃঙ্খল বলে, তা ভেঙে দেব । এক ভোরে নতুন সূর্য উঠবে, একদম নতুন, সূর্যের গায়ে দোকানের ট্যাগ ঝুলবে, এতই নতুন, জানলার বাইরে পাখি আমাদের বাংলায় বলে দেবে, আমরা মুক্ত । সেদিন আবার আমরা শৃঙ্খলহীন, ভেদাভেদহীন, রাগ-ঘৃণাহীন, জাতপাতহীন, দারিদ্রহীন পুরোনো পৃথিবীতে হাওয়া খেতে বেরোতে পারব, আমাদের খুদে হাতগুলো ধরে থাকবে আমাদের পরম পূজনীয় রাষ্ট্র-নায়কেরা, যারা সকলে ভাইরাস তাড়িয়ে ওই নতুন সূর্য ও সকাল কিনে আনবেন । সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন । গুজব ছড়াবেন না । গুজবে কান দেবেন না ।"

সবশেষে তিনি লেখেন, "এই গান ততটাই সরল, যতটা আমাদের চারপাশ, আমাদের সমাজ, আমাদের পৃথিবী । যারা মনে করেন, সবকিছু খুব জটিল, এই গান তাদের জন্য নয় ।"

ABOUT THE AUTHOR

...view details