কলকাতা : মুক্তি পেল সৃজিত মুখার্জির পরিচালনায় 'গুমনামী'-র নতুন গান 'কদম কদম' । ছবির প্রযোজকের তরফে গানটি সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয় ।
গানটি শেয়ারের সঙ্গে SVF লিখেছে, "1942 সালে এই গানটি লিখেছিলেন পণ্ডিত বংশীধর শুক্লা । সুর দিয়েছিলেন রাম সিংহ ঠাকুরি । নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা তাঁদের শৃঙ্খলাবদ্ধ চলনের সংগীত হিসেবে গানটি বেছে নিয়েছিলেন এই গান । আজও ভারতীয় সেনার সদস্যরা সেই একই প্রথা প্রচলিত রেখেছেন । সেই গানটিকেই নতুন রূপ দিয়েছেন সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, ঈশান মিত্রর কণ্ঠে হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ।"
'গুমনামী'-তে সংগীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । 'কদম কদম' গানটি গেয়েছেন ঈশান মিত্র ।