পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'গুমনামী'-তে নতুন রূপে 'কদম কদম' - Srijit Mukherjee

সামনে এল 'গুমনামী'-র নতুন গান 'কদম কদম' । 1942 সালে এই গানটি লিখেছিলেন পণ্ডিত বংশীধর শুক্লা । সুর দিয়েছিলেন রাম সিংহ ঠাকুরি । গানটি নতুন রূপে আনলেন সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত । গানটি গেয়েছেন ঈশান মিত্র ।

কদম কদম

By

Published : Sep 22, 2019, 6:23 PM IST

কলকাতা : মুক্তি পেল সৃজিত মুখার্জির পরিচালনায় 'গুমনামী'-র নতুন গান 'কদম কদম' । ছবির প্রযোজকের তরফে গানটি সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয় ।

গানটি শেয়ারের সঙ্গে SVF লিখেছে, "1942 সালে এই গানটি লিখেছিলেন পণ্ডিত বংশীধর শুক্লা । সুর দিয়েছিলেন রাম সিংহ ঠাকুরি । নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা তাঁদের শৃঙ্খলাবদ্ধ চলনের সংগীত হিসেবে গানটি বেছে নিয়েছিলেন এই গান । আজও ভারতীয় সেনার সদস্যরা সেই একই প্রথা প্রচলিত রেখেছেন । সেই গানটিকেই নতুন রূপ দিয়েছেন সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, ঈশান মিত্রর কণ্ঠে হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ।"

'গুমনামী'-তে সংগীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । 'কদম কদম' গানটি গেয়েছেন ঈশান মিত্র ।

আরও পড়ুন : 1943-এ তৈরি গান 'সুভাষজী'-র নতুন রূপ 'গুমনামী'-তে

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'সুভাষজি' । 1943 সালে তৈরি গানটিকে নতুন রূপ দিয়েছেন সংগীত পরিচালক । গানটি গেয়েছেন সোনু নিগম ।

শুরু থেকেই অনেক বিতর্কে জড়িয়েছে ছবিটি । নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিবার্ণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী । 2 অক্টোবর মুক্তি পাবে 'গুমনামী' ।

ABOUT THE AUTHOR

...view details