পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বউমা কনীনিকার বন্ধু হয়ে দেখালেন শাশুড়ি অনুসূয়া - Koninika Bannerjee

'মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়', হঠাৎ জুটে যাওয়া ছোটোবেলায় ফিরে গেলেন অনুসূয়া মজুমদার আর কনীনিকা ব্যানার্জি। 'মুখার্জিদার বউ' ছবিতে তাঁরা শাশুড়ি-বউমা। সম্পর্কের তিক্ততা, পারিবারিক রোজনামচার বাইরে বেরিয়ে দু'জনে একটু খোলা হাওয়ায় দিন কাটালেন। মুক্তি পেল ছবির একটি গান, 'ও জীবন তোমার সাথে'। গানের দৃশ্যপট কিছুটা এমনই।

কনীনিকা ব্যানার্জি

By

Published : Mar 5, 2019, 11:24 PM IST

গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইমন তাঁর বলিষ্ঠ অথচ নরম কন্ঠে এই গানে এক নতুন মাত্রা যোগ করেছেন। এটা এই ছবির মুক্তিপ্রাপ্ত তৃতীয় গান।

নারী দিবসে আমাদের সমাজের দুই অত্যন্ত চেনা নারীকে নিয়ে এই ছবি বানিয়েছেন পৃথা চক্রবর্তী। চেনা, কারণ এই গল্প শুধুমাত্র 'শোভারানী' বা 'অদিতি'-র কথা নয়। এই চরিত্রগুলোকে আমরা প্রতিনিয়ত দেখে চলেছি আমাদের আশেপাশে। খুবই আপন এই ছবির বিষয়।

ছবিটি মুক্তি পাবে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চে।

ABOUT THE AUTHOR

...view details