কলকাতা, 8 জানুয়ারি :মুক্তি পেল প্রদীপ্ত ভট্টাচার্য নির্মিত ওয়েব সিরিজ 'ঝালাগান পালাগান'-এর ট্রেলার (Trailer of new web series Jhalagan Palagan releases)। মোট পাঁচটি পর্বে দর্শকের সামনে আসতে চলেছে এই সিরিজ । সিরিজের মূল রসদ ঐতিহ্যবাহী 'কবির লড়াই' । যা ফের তুলে আনবে বাংলার চিরস্থায়ী কিছু বিতর্ককে । কবিগান, তরজা গান ছিল পুরোনো কলকাতার প্রাণ । গ্রাম বাংলায় আজও অনেকক্ষেত্রে কবিগান পরিবেশিত হয় ঠিকই, তবে তার জনপ্রিয়তা এবং জৌলুস এখন অনেকটাই কমে গিয়েছে ৷
'ঝালাগান পালাগান' শুট করা হয়েছে তেহট্টের অন্দরে । এই সিরিজে র্যাপ, হার্ড রক, কীর্তন, আধুনিক গান, হিন্দি গান এবং বিভিন্ন ধরনের পালা গান থাকবে । আড্ডা আর তর্ক একে অপরের পরিপূরক । যেখানে আড্ডা সেখানেই তর্ক । সেই ধারণার ওপর ভিত্তি করেই 'ঝালাগান পালাগান'-এ উঠে আসবে বাঙাল বনাম ঘটি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, উত্তম বনাম সৌমিত্র, শহর বনাম গ্রাম, সরকারি চাকরি বনাম কর্পোরেট চাকরি, নারী বনাম পুরুষ এমন নানা বিষয় । বিষয় মিলিয়ে পোশাকেও থাকবে দারুণ চমক । সিরিজে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষ, বিশ্বাবসু বিশ্বাস, শ্রেয়া ভট্টাচার্য, শতাক্ষী নন্দী সহ আরও অনেককে ।