পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে এল নতুন সদস্য ! - oindrila sen

নতুন গাড়ি কিনলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা । আর সেই গাড়িকেই পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করলেন তাঁরা ।

asd
asd

By

Published : Dec 9, 2020, 4:57 PM IST

কলকাতা : শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই নাকি এক হবে চারহাত । যদিও দিনক্ষণ এখনও জানা যায়নি । আর বিয়ের আগেই এবার তাঁদের পরিবারে এল নতুন সদস্য । সোশাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা দু'জনেই ।

আসলে নতুন গাড়ি কিনেছেন তাঁরা । আর সোশাল মিডিয়ায় সেই গাড়ির ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁদের । কালো চারচাকার সামনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা । এই ছবির ক্যাপশনে অঙ্কুশ লেখেন, "পরিবারের নতুন সদস্য ।" আর ওই একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গাড়িটিকে স্বাগত জানিয়েছেন ঐন্দ্রিলা ।

আর এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন একাধিক টলি তারকা । সেই তালিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, তৃণা সাহা, গৌরব চক্রবর্তী সহ আরও অনেকে । নতুন সদস্যের জন্য এই তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজ়েনরাও ।

যাই হোক কাজের দিক থেকে এখন একাধিক ছবি রয়েছে অঙ্কুশের হাতে । তার মধ্যে 'ম্যাজিক' ছবিতে ঐন্দ্রিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও রয়েছে 'মৃগয়া' ও 'ভয়'-এর মতো ছবিগুলি ।

ABOUT THE AUTHOR

...view details