কলকাতা : শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই নাকি এক হবে চারহাত । যদিও দিনক্ষণ এখনও জানা যায়নি । আর বিয়ের আগেই এবার তাঁদের পরিবারে এল নতুন সদস্য । সোশাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা দু'জনেই ।
আসলে নতুন গাড়ি কিনেছেন তাঁরা । আর সোশাল মিডিয়ায় সেই গাড়ির ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁদের । কালো চারচাকার সামনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা । এই ছবির ক্যাপশনে অঙ্কুশ লেখেন, "পরিবারের নতুন সদস্য ।" আর ওই একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গাড়িটিকে স্বাগত জানিয়েছেন ঐন্দ্রিলা ।